কুতুবউদ্দিন মিয়া মেম্বারের খুঁটির জোর কোথায়, ১৩ মামলার তথ্য গোপন হলফনামায়
News Episodes-২
----
লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ২নং ওয়ার্ড সদস্য কুতুবউদ্দিনমিয়া ত্রাসের রাজত্ব কায়েম করে চলছে। ২০২১ ইউপি নির্বাচনী 'হলফনামায় ১৩ মামলার তথ্য গোপন করে চরম প্রতারণার আশ্রয় নেয় কুতুবউদ্দিন। অনুসন্ধানে জানাযায়, ২০২১ সালে হলফনামা দেয়ার আগ পর্যন্ত তার বিরুদ্ধে লামা থানা-কোর্ট ও বান্দরবান আদালতে ১৩ টি মামলা বিদ্যামান। কিন্তু সে হলফনামায় মাত্র একটি মামলা রয়েছে মর্মে উল্লেখ করেছে। মামলা নং-৭, তারিখ ২৩ নভেম্বর-২০১৯। ধারা ১৪৩/৪৪৭/৩২৩/ ৩৮৫/৩৭৯/৪২৭/৫০৬ দ:বি:। এছাড়া
আদালতের বিজ্ঞ হাকিম, ২০১৮ সালে ইউপি সদস্য কুতুবউদ্দিনকে একটি মামলায় ৩ বছরের সাজা ও এক হাজার টাকা জরিমানা করেন। এই তথ্যটিও সে হলফনামায় উল্লেখ করে নাই। অপরদিকে ২০১৮ সালে আদালতের রায় ঘোষনার পর, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ ইপ-১ অধিশাখা স্মারক নং- ৪৬.০০.০৩০০,০১৭. ২৭.০০১.১৮-৭৮৬ মূলে ১৮ সেপ্টেম্বর, ২০১৮ খ্রিষ্টাব্দে প্রজ্ঞাপন জারী করে কুতুবউদ্দিন মেম্বারকে সাময়িকভাবে বরখাস্ত করেন। প্রজ্ঞাপনে সারমর্ম ছিল; ''বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলাধীন ৩নং ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য জনাব কুতু্বউদ্দিন এর বিরুদ্ধে অভিযোগ প্রমাণে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায়, বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, বান্দরবান পার্বত্য জেলা কর্তৃক উক্ত সদস্যকে দন্ডবিধির ৩২৫ ধারায় দোষী সাব্যস্ত করে ০৩ (তিন) বছরের বিনাশ্রম কারাদন্ডসহ ১০০০/-(এক হাজার) টাকা অর্থদন্ড প্রদান করায় ইউপি সদস্য কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ধারা ৩৪(১) অনুযায়ী উল্লিখিত ইউপি সদস্যকে তাঁর স্বীয় পদ থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।"