মোঃ সালাউদ্দিন:- খাগড়াছড়ি জেলার গুইমারা বাজারে সাপ্তাহিক বাজার বার রোজ মঙ্গলবার দিনে বাজার এলাকায় শৃঙ্খলা ও যানজট নিরসনে সর্বসাধারণের প্রতি উপজেলা প্রশাসনের পক্ষ হতে সতর্কতা জারির মাধ্যমে বাজারের শৃঙ্খলা ও যানজট নিরসন বাস্তবায়নে উপজেলা প্রশাসন ও গুইমারা থানা।
২৯ এপ্রিল সোমবার বিকাল থেকে বিভিন্ন মাধ্যমে বাজার এলাকার শৃঙ্খলা ও যানজট নিরসনে জন্য জনসাধারণের উদ্দেশ্যে প্রচারনা চালায় উপজেলা প্রশাসন।
৩০ এপ্রিল মঙ্গলবার সকাল থেকে বিভিন্ন এলাকা থেকে গুইমারা বাজারে আসা ক্রেতা - বিক্রেতাদের মনিটরিং করেন গুইমারা উপজেলা প্রশাসন ও গুইমারা থানা পুলিশ।
এসময় উপস্থিত ছিলেন গুইমারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজীব চৌধুরী, গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুল আমিন সহ বিভিন্ন দপ্তরের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজীব চৌধুরী বলেন গুইমারা বাজারে শৃঙ্খলা ও যানজট নিরসনের উদ্যোগ গ্রহণ করি এবং বাস্তবায়নে কাজ করছি উপজেলা প্রশাসন ও থানা পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন দপ্তরের সদস্যরা।
গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ আরিফুল আমিন বলেন গুইমারা বাজারে শৃঙ্খলা ও যানজট নিরসনে দীর্ঘ দিনের পরিকল্পনায় পরিকল্পিত ভাবে শারিরীক ও মানসিক পরিশ্রমের মাধ্যমে আজকে অনেক সুন্দর গুইমারা বাজার,শৃঙ্খলা ও যানজট নিরসনে এধরনের পরিশ্রম ও আইনি ব্যবস্থা অব্যাহত থাকবে।
সাধারন মানুষ আজকের গুইমারা বাজার ব্যবস্থাপনা দেখে অনেক খুশি, স্বস্তি তার প্রকাশে তাদের দাবি সবসময় যদি বাজার যানজট মুক্ত থাকে তাহলে ভিবিন্ন ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পাবে সাধারন মানুষ। পাশাপাশি তারা উপজেলা প্রশাসন ও থানা পুলিশ সহ সকল আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য দের ধন্যবাদ জানায়।