জেলার লালমোহন উপজেলায় আজ ৭ হাজার ৭২৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।
সোমবার উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২৩-২৪ অর্থবছরের খরিফ- ১ মৌসুমে আউস ও পাট উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এসব বীজ ও সার বিতরণ করেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তৌহিদুল ইসলামের সভাপতিত্বে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এহসানুল হক শিপন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, উপজেলা কৃষি অফিসার মো. আবু হাসনাইন ও লর্ড হার্ডিঞ্জ ইউপির চেয়ারম্যান আবুল কাশেম।
কৃষি অফিস জানান, আউস ধানের জন্য ৭ হাজার ৭’শ কৃষককে এক বিঘা জমির অনুকূলে ৫ কেজি উন্নত মানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে। এছাড়া পাট উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২৫ জন কৃষককে এক কেজি করে বীজ প্রদান করা হয়েছে।