ঘুমধুম সীমান্তের পর এবার নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের জামছড়ি সীমান্তের ওপার থেকে
মিয়ানমারে বিচ্ছিন্নতাবাদী আরাকান আর্মির দাওয়া খেয়ে সেদেশের বর্ডার গার্ড পুলিশ (বিজিপি),র ২৯ সদস্য বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
১১ মার্চ (সোমবার) সকালে নাইক্ষ্যংছড়ি ১১,বডার গার্ড ব্যাটালিয়ান (বিজিবি) এর অধিনন্থ জামছড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর অংথাপায়া ক্যাম্প হতে ২৯ জন বিজিপি সদস্য বাংলাদেশে আশ্রয় গ্রহণ করেছে। পরে তাদের নিরস্ত্র করে বাংলাদেশের বর্ডার গার্ড বিজিবি। সুত্রে জানাযায়,আশ্রয় নেওয়া ২৯ বিজিপি সদস্যকে সীমান্তের ৪৫ নং পিলারের কাছে নুরুল আলম কোম্পানির চা বাগান এলাকায় রাখা হয়েছে। এ ঘটনায় বিজিবির নাইক্ষ্যংছড়ি ব্যাটেলিয়ানের অধিনায়ক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এলাকা পরিদর্শন করেছেন। তবে আশ্রয় দেওয়া বিজিপি সদস্যদের কোথায় নিয়ে যাওয়া হবে এখনো তা নিশ্চিত হওয়া যায়নি। বিজিবি ও স্থানীয়রা জানিয়েছে মায়ানমারের ঢেকু বুনিয়ার অভ্যন্তরে সে দেশের বিচ্ছিন্নতাবাদী আরাকান আর্মির সাথে সংঘর্ষে টিকতে না পেরে অংথাপায় ক্যাম্প হতে বিজিপির ২৯ সদস্য সকালে বাংলাদেশের সীমান্তের নো ম্যান্স ল্যান্ডে আশ্রয় নেয়। পরে তাদের অভি নিরস্ত্র করে বাংলাদেশের সীমান্তে আশ্রয় দেওয়া হয়।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদর দপ্তররের জনসংযোগ কর্মকর্তা মো: শরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।