মিজানুর রহমান:চট্টগ্রাম উত্তর বন বিভাগ এর শহর রেঞ্জের নিয়মিত টহল কালীন সময় জনাব পিংকি কুমার ধর, সহযোগী রেঞ্জ কর্মকর্তা,শহর রেঞ্জ এর নেতৃত্বে সঙ্গীয় স্টাফসহ হাটহাজারী উপজেলার নাজিরহাট–কাটিরহাট সড়কের নূর আলী মিয়ারহাট সংলগ্ন এলাকায় অবৈধভাবে পরিবাহিত বিবিধ প্রজাতির ১৮০.০ ঘনফুট কাঠ বোঝাই জীপগাড়ী সংকেত দিয়ে থামিয়ে আটক ও জব্দ করেন২৬/০২/২০২৪ খ্রি: বিকাল আনু: ৫:০০ ঘটিকার সময়।
গাড়ীর চালক ও অবৈধ কাঠপাচারকারী দ্রুত পালিয়ে যাওয়ায় তাদের ধৃত করা সম্ভব না হলেও নামে ধামে তাদের চিনতে পারায় যথা সময়ে বন মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত মালামাল নাজিরহাট সরকারী কাঠের ডিপো হেফাজতে জিম্মায় রাখা হয়েছে।
এ ব্যাপারে শহর রেঞ্জের বিশেষ টহল টিমের টিম লিডার বলেন,চট্টগ্রাম উত্তর বন বিভাগ এর বিভাগীয় বন কর্মকর্তা মহোদয়ের পূর্ব নির্দেশনা মোতাবেক সব ধরনের বন অপরাধ দমনে নিয়মিত টহল অভিযান অব্যাহত থাকবে।