খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর, পিপিএম (বার) জেলার অভ্যন্তরীণ আইন-শৃংঙ্খলা পরিস্থিতি অক্ষুণ্ণ রাখতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষনা করেছেন।
এরই ধারাবাহিকতায় ২৯ ফেব্রুয়ারি রাতে খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) এর দিকনির্দেশনায় গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুল আমিনের সার্বিক তত্ত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে গুইমারা থানার হাফছড়ি পুলিশ ফাঁড়ির একটি চৌকস টিম।
থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে গুইমারা হাফছড়ি পুলিশ ফাঁড়ির এসআই(নিঃ) মো: মোকারম হোসেনের নেতৃত্বে তার সঙ্গীয় অফিসার-ফোর্স সহ একটি অভিযান চালিয়ে গুইমারা থানাধীন জালিয়াপাড়া বাজার এলাকায় সৈয়দ এন্ড সুবেদ সাপ্লায়ার্স হলুদ ফ্যাক্টরীর দক্ষিণ পাশের মাঠ থেকে মোঃ জাহাঙ্গীর হোসেন নামে এক জনকে ০৮ পিচ ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়।
আটককৃত ব্যক্তি মানিকছড়ি থানাধীন গাভামারা এলাকার বাসিন্দা মৃত মোঃ হান্নান এর পুত্র বলে জানা গেছে।
ঐ বিষয়ে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আরিফুল আমিন গণমাধ্যমকে জানান, আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুসারে মামলা রুজু পুর্বক তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
এছাড়াও তিনি বলেন, মাদক পরিবার, সমাজ, দেশ ধ্বংস করে।পারিবারিক ও সামাজিক সচেতনতাই পারে মাদক নিয়ন্ত্রণে সহায়তা করতে। সকলকে মাদককে "না" বলার জন্য অনুরোধ করছি। মাদকের বিরুদ্ধে এধরনের অভিযান অব্যাহত থাকবে।