খাগড়াছড়ির গুইমারায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে খাগড়াছড়ি জেলা পুলিশ ও পুলিশ নারী কল্যাণ সমিতি(পুনাক)এর আয়োজনে বই পাঠ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি)গুইমারা কলেজিয়েট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গুইমারা থানার এসআই (নিঃ)জহিরুল ইসলাম এর সঞ্চালনায় এবই পাঠ উৎসব শুরু হয়।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বই পাঠ উৎসবে খাগড়াছড়ি জেলার উদ্বোধক হিসেবে শুভ উদ্বোধন করেন,খাগড়াছড়ি পুলিশ সুপার মুক্তা ধর (পিপিএম বার)।
বই পাঠ উৎসব প্রতিযোগিতায় গুইমারা বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে দুইটি দল গঠন করা হয়।এতে ১০০ জন শিক্ষার্থী অংশ নেয়।
প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়েছে।
এবই পাঠ উৎসব উপলক্ষ্যে অতিথিরা বলেন, বই পড়বে, বই কিনবে। বই কিনলে দেওলিয়া হয় না। ইদানিংকালে আমরা লক্ষ্য করছি যে তরুণ প্রজন্মরা মোবাইল ফেসবুকে অবাধ বিচরণ। এসকল বিষয় থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে সপ্তাহব্যাপী বই পাঠের উৎসব আয়োজনের মূল উদ্দেশ্য। এছাড়াও শিক্ষার্থীদের যেকোন ধরনের ঘটনার শিকার হলে পুলিশ সর্বোচ্চ আইনি সহায়তা প্রদানের আশ্বাস দেন।
অতিথিরা আরও বলেন, বই পড়লে স্মৃতিশক্তি বৃদ্ধি পায়। যেমন গল্পের বইয়ের বিভিন্ন চরিত্র, ইতিহাস, পটভূমি, গল্পের উদ্দেশ্যসহ ধারাবাহিকভাবে রাখা উচিত। এ সমস্ত তথ্যভান্ডার আমাদের কাছে বোঝা মনে হলেও মস্তিষ্কের অসাধারণ ক্ষমতা রয়েছে সবকিছু মনে রাখার মতো। প্রতিটি বই মস্তিষ্কের নতুন স্মৃতি একটি নতুন জ্ঞান তৈরি করতে সক্ষম। এর ফলে বিদ্যমান স্মৃতিকে আরও শক্তিশালী করে এবং স্বল্পমেয়াদী স্মৃতিকে আরও উন্নত করে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার রামগড় সার্কেল মোঃ নাজিম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আরিফুল আমিন,গুইমারা কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল রঞ্জন পাল,বিশ্বসাহিত্য কেন্দ্র ভ্রাম্যমাণ লাইব্রেরির খাগড়াছড়ি জেলা কর্মকর্তা আজিম উদ্দীন গুইমারা প্রেস ক্লাবের সভাপতি মোঃ নুরুল আলমসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।