খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর খাগড়াছড়ি জেলায় যোগদানের পর থেকে জেলাকে মাদকমুক্ত করার প্রত্যয়ে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। এরই ধারাবাহিকতায় ২৯ জানুয়ারি রাতে খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর এর সার্বিক দিকনির্দেশনায় গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুল আমিনের সার্বিক তত্ত্বাবধানে , টিম গুইমারা থানার এসআই মোঃ আমিনুল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনাকালে গুইমারা থানাধীন ০২ নং হাফছড়ি ইউনিয়নের, জালিয়াপাড়া সাকিনে কৈশোর বান্ধব স্বাস্থ্য সেবা কেন্দ্রের দক্ষিণ পার্শ্বের দেয়াল সংলগ্ন খালি জায়গার উপর হইতে তারেক মাহমুদ খালেদ (প্রকাশ) বাবু নামে একজনকে গাঁজা সহ আটক করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুল আমিন বলেন, তার বিরুদ্ধে গুইমারা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে গুইমারা থানার অভিযান অব্যাহত থাকবে। তরুণ সমাজকে মাদকের ছোবলমুক্ত রাখতে এবং যুবকদের কর্মদক্ষতা বজায় রাখতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স থাকবে।