খাগড়াছড়ির গুইমারা থানার দুই আসামীকে ঢাকা মহানগরের সবুজবাগ থানা এলাকা থেকে বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে,গ্রেফতার করা হয়।
২১জানুয়ারি গভীর রাতে খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর (পিপিএম বার) এর সার্বিক দিকনির্দেশনায় গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুল আমিনের সার্বিক তত্ত্বাবধানে ,টিম গুইমারা থানার এএসআই(নি:) মোঃ শাহনেওয়াজ (পিপিএম) এর নেতৃত্বে ঢাকা মহানগরের সবুজবাগ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা মাধ্যমে জিআর সাজা ১৩০/২০ , ধারা- দ্রুত বিচার ট্রাইবুনাল ২০০২ এর ৪(১) ধারা পেনাল কোড ১৮৬০ এর পরোয়ানাভূক্ত আসামী মোঃ ইমরান হোসেন (৩০), পিতা নুর হোসেন সাং-হাতিমুড়া , ০৩ নং ওয়ার্ড, ০২নং হাফছড়ি ইউপি, থানা-গুইমারা, জেলা-খাগড়াছড়ি এবং সিআর ২৩৮/২১ ধারা-যৌতুক আইনের ৩ এর পরোয়ানাভূক্ত আসামী মোঃ ওমর ফারুক (৩০) পিতা: মো: আবজাল শেখ, সাং-সিন্দুকছড়ি মুসলিম পাড়া থানা : গুইমারা জেলা: খাগড়াছড়িকে ঢাকা মহানগরের সবুজবাগ থানা এলাকা থেকে গ্রেফতার করে ২১ জানুয়ারি, ভোরে গুইমারা থানায় নিয়ে আসেন।
গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুল আমিনের কাছে জানতে চাইলে তিনি বলেন, "এধরনের অভিযান অব্যাহত থাকবে আসামীদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।