মোঃ আহাম্মেদ পারভেজ
রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচলের সময় বাড়িয়েছে মেট্রোরেল পরিচালনাকারী ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের কোম্পানি (ডিটিএমসিএল)।
ডিটিএমসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক আজ বৃহস্পতিবার উত্তরা থেকে মতিঝিল যাওয়ার জন্য মেট্রোরেলের সময় বাড়ানোর ঘোষণা দেন ,এম এ এন সিদ্দিক বলেন আগামি ২০ জানুয়ারি থেকে উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত সকাল-সন্ধ্যা মেট্রোরেল চলবে। সকাল ৭টা ১০ মিনিটে শুরু হয়ে মেট্রোরেল চলবে রাত ৮টা পর্যন্ত।
গত বছরের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উত্তরা থেকে আগারগাঁও অংশ চালু হয় , এর মধ্যে সবগুলো মেট্রোরেল স্টেশন খুলে দেওয়া হয়েছে। আগামী ২০ জানুয়ারি থেকে উত্তরা-মতিঝিল সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত এবং উত্তরা-আগারগাঁও অংশে রাত সাড়ে ৮টা পর্যন্ত মেট্রো চলবে বলে ঘোষণা করেন ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক।