পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘নির্বাচনের পর পূর্ব-পশ্চিম সব দেশই আমাদের সঙ্গে কাজ করতে অভিপ্রায় ব্যক্ত করেছে। তাই আমরা পূর্ব-পশ্চিমকে একসঙ্গে নিয়েই এগিয়ে যেতে চাই।’
আজ রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম দিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসেন ড. হাছান মাহমুদ। মন্ত্রণালয়ে এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এর আগে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ মন্ত্রণালয়ে এলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। এ সময় মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় এক প্রশ্নের উত্তরে ড. হাছান মাহমুদ বলেন, ‘নির্বাচন নিয়ে সব দেশেরই কম বেশি প্রশ্ন থাকে। নির্বাচনের পর ৮ জানুয়ারি প্রধানমন্ত্রীর সঙ্গে বিদেশি পর্যবেক্ষকরা দেখা করতে গিয়েছিলেন। তখন মার্কিন যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক প্রধানমন্ত্রীকে বলেন, ভালো একটি নির্বাচন হয়েছে। তবে আমাদের দেশেও নির্বাচন নিয়ে প্রশ্ন থাকে। নির্বাচনের পর পূর্ব-পশ্চিম সব দেশই একযোগে কাজ করতে অভিপ্রায় ব্যক্ত করেছে।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন,‘নির্বাচন নিয়ে গভীর চাপ, মধ্যম চাপ, বহু ধরনের চাপ ছিল, তবে সব চাপ উতরে নির্বাচন হয়ে গেছে। এখন কোনো চাপ অনুভব করছি না। তবে আমরা বিশ্বাস করি, সব দেশেরই পর্যবেক্ষণ থাকেন, আমরা সেগুলোর মূল্য দেই।’
আরেক প্রশ্নের উত্তরে ড. হাছান মাহমুদ বলেন, ‘ইকোনমিক ডিপ্লোম্যাসিতে গুরুত্ব দিতে চাই। শুধু পশ্চিমা নয়, পূর্বদিক ও আফ্রিকা অঞ্চলে বাজার সম্প্রসারণে পদক্ষেপ নেওয়া হবে।’