সোমবার (৬ নভেম্বর) সকাল থেকে অপ্রীতিকর ঘটনা এড়াতে মাটিরাঙ্গার সড়কগুলোতে যৌথ বাহিনী টহল শুরু করেছে।
বিএনপি-জামায়াতসহ সরকার বিরোধীদলের ডাকা হরতাল, অবরোধ কর্মসূচিতে যান চলাচল স্বাভাবিক রাখাসহ সাধারণ মানুষের জানমাল রক্ষায় নিরাপত্তামূলক কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ সহ যৌথ বাহিনী র সদস্যরা। সার্বক্ষণিক দায়িত্ব পালন করে যাচ্ছেন তারা। ফলে অপ্রীতিরক ঘটনা সংঘটিত হয়নি।
সরেজমিনে মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বিরোধীদলের ডাকা হরতাল অবরোধ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ সহ যৌথ বাহিনী র সদস্য মোতায়েন রয়েছে।
এ ব্যাপারে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: জাকারিয়া বলেন, কোথাও যেন কোন প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে, আমরা সর্তক অবস্থায় আছি।