প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ১০:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৬, ২০২৩, ১২:২০ অপরাহ্ণ
দয়াগঞ্জ মোড়ে আগুন জ্বালিয়ে জবি ছাত্রদলের অবরোধ
বিএনপির ডাকা দ্বিতীয় দফার অবরোধের সমর্থনে পুরান ঢাকার দয়াগঞ্জ মোড়ে সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল। আজ সোমবার (৬ নভেম্বর) সকাল ৯ টায় শাখা ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান আসলাম ও সাধারণ সম্পাদক সুজন মোল্লার নেতৃত্বে এ কর্মসূচি পালন করেন তারা।এ সময় উপস্থিত ছিলেন— কেন্দ্রীয় ছাত্রদল সহ-সভাপতি এবিএম মাহমুদ সর্দার, যুগ্ম সম্পাদক মিলন হাওলাদার, জবি ছাত্রদলের সহ-সভাপতি জুলকার নাইন, শামিম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মুসাব্বির মিল্লাত পাটোয়ারী, জাফর আহমেদ, প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান রুমি, দপ্তর সম্পাদক সাখওয়াতুল ইসলাম খান পরাগ, আরিফুল ইসলাম আরিফ, মেহেদী হাসান অর্নব, সহ-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক সাইদুল হাসান, ফয়সাল, মাসফিক, সমাজ সেবা সম্পাদক রবিন মিয়া শাওন, সাংস্কৃতিক সম্পাদক মেহেদী হাসান, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মোজাম্মেল মামুন ডেনিসহ অর্ধশতাধিক নেতাকর্মী।
শাখা ছাত্রদলের সভপতি আসাদুজ্জামান আসলাম বলেন, ‘অবৈধ ফ্যাসিস্ট সরকারের দুর্নীতি আর মিথ্যা মামলা-হামলার কারণে সমগ্র দেশ বিপর্যস্ত এবং কারাগারে পরিণত হয়েছে। দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়া, দ্রব্যমূল্য জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে আনা এবং নিরীহ নিরপরাধ রাজবন্দীদের মুক্ত করার অবরোধ সফল হবে ইনশাআল্লাহ। ১ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাব না। দেশ ও দলের প্রয়োজনে, সাম্য ও মানবিক রাষ্ট্র বিনির্মানে জীবনের শেষ সময় পর্যন্ত রাজপথে থাকব।
সাধারণ সম্পাদক সুজন মোল্লা বলেন, ‘দেশের এই ক্রান্তিলগ্নে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল রাজপথে অবরোধ কর্মসূচি সফল করার জন্য নিজেদের রক্ত দিয়ে হলেও চেষ্টা করব। ছাত্রদলের হাজারো নেতাকর্মীদের গ্রেপ্তার করে এই আন্দোলন থামানো যাবেনা। জনগনকে সাথে নিয়ে এই অবৈধ মাফিয়া সরকারের পতন না হওয়া পর্যন্ত মাঠে থাকব।’
Copyright © 2024 দৈনিক বর্তমান কথা. All rights reserved.