বিএম.বাশারঃ বর্নাঢ্য আয়োজন ও তারকাদের মন মাতানো সুরে খাগড়াছড়ির গুইমারাতে পালিত হলো আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ৩ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোনের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী।
৫নভেম্বর রবিবার দুপুরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে জোন সদরে আয়োজিত প্রীতিভোজ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা একে একে উপস্থিত হয়ে জোন অধিনায়ক লেঃ কর্নেল সৈয়দ পারভেজ মোস্তফা পিএসসি,জি'কে ফুল উপহার দিয়ে শুভেচ্ছা জানান। এরপর অনুষ্ঠানের প্রধান অতিথি গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কামাল মামুন, বিএএমএস, এনডিসি, পিএসসি,জি। এ অনুষ্ঠানে সামরিক পদস্থ কর্মকর্তাসহ রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গদের সাথে নিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন। এ সময় তিনি ৩ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি সিন্দুকছড়ি জোনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন। পরে ৩ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি’র নানা অর্জন পরিদর্শন শেষে প্রীতিভোজে অংশগ্রহণ করেন আমন্ত্রিত অতিথিরা।
এছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গুইমারা বিজিবি সেক্টর কমান্ডার, লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লেঃ কর্নেল জোবায়ের হোসেন পিএসসি জি, মাটিরাঙ্গা জোন কমান্ডার কর্নেল কামরুল হাসান পিএসসি জি, খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য মোঃ মাইনউদ্দিন, গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান মেমং মারমা, মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন, গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাজিব চন্দ্র কর, মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনসারুল করিম, গুইমারা ইউপি চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরা, সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যান রেদাক মারমা, গুইমারা সরকারি কলেজের প্রিন্সিপাল মোঃ নাজিম উদ্দিনসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। সন্ধ্যায় সেনা সদস্য ও দেশের তারকাদের মন মাতানো গান এবং স্থানীয় শিল্পীদের নৃত্যে মাতিয়ে তোলে পুরো জোন সদর।