আন্তর্জাতিক ডেস্ক:
ইসরায়েল এবং হামাস দুই পক্ষের কাছেই যুদ্ধ থামানোর আবেদন জানালেন পোপ ফ্রান্সিস। গত রোববার রোমের সেন্ট পিটার্স স্কোয়্যারে প্রার্থনাসভার পর বক্তৃতা দেওয়ার সময় একথা বলেছেন পোপ ফ্রান্সিস। পোপ বলেছেন, ‘যুদ্ধে কখনো কারো জয় হতে পারে না। মানব সভ্যতায় যুদ্ধ মানে বরাবরই হার। কারণ যুদ্ধ মানুষের মধ্যে সদ্ভাব নষ্ট করে।’ তিনি গাজায় আরো মানবিক সাহায্য পাঠানোর আর্জিও জানিয়েছেন। উল্লেখ্য, গত দুই দিন ধরে গাজায় রাফাহ সীমান্ত দিয়ে মানবিক সাহায্য পাঠানো শুরু হয়েছে। কিন্তু যে পরিমাণ সাহায্য যাচ্ছে, তা যথেষ্ট নয় বলে জানিয়েছেন মানবাধিকার সংস্থাগুলো। এদিকে, হামাস যাদের জিম্মি রেখেছে তাদের দ্রুত ছেড়ে দেওয়ার আবেদনও জানিয়েছেন পোপ। গত ৭ অক্টোবর হামাস ইসরায়েল থেকে প্রায় ২০০ জনকে জিম্মি করেছিল। এক মার্কিন মা ও মেয়ে ছাড়া এখনো পর্যন্ত কাউকে ছাড়া হয়নি। হামাস মাঝে জানিয়েছিল, ইসরায়েলের আক্রমণে বেশ কয়েকজন জিম্মির মৃত্যু হয়েছে। পোপের অফিস থেকে জানানো হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে ইসরায়েল-হামাস সংঘাত নিয়ে প্রায় ২০ মিনিট ফোনে কথা হয়েছে ফ্রান্সিসের। পোপের মতামত নিয়ে ইসরায়েলের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন বাইডেন।
আজ নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করবেন ম্যাখোঁ
আজ মঙ্গলবার ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাখোঁ ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করবেন তেল আবিবে। গত ৭ অক্টোবর হামাস ইসরায়েলে যে হামলা চালিয়েছিল এবং ২০০ জনকে জিম্মি করেছিল, তার মধ্যে ৩০ জন ফ্রান্সের নাগরিক আছেন বলে ফ্রান্স জানিয়েছে। এর মধ্যে সাতজনের কোনো খোঁজ এখনো পাওয়া যায়নি। কীভাবে তাদের ছাড়ানো যায়, তা নিয়ে একাধিকবার আলোচনায় বসেছেন ম্যাখোঁ। মার্কিন প্রেসিডেন্ট, জার্মান চ্যান্সেলর, ইটালি এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ইতিমধ্যেই ইসরায়েল গেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রী ছাড়াও ফিলিস্তিনের নেতাদের সঙ্গেও তারা বৈঠক করেছেন।