বিএম.বাশারঃ খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোন কর্তৃক সেনাবাহিনীর ৩ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
১৫অক্টোবর রবিবার সকাল ১১টার সময় পাহাড়ের শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তার বিষয়ে আলোচনা শুরুকালে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোন কমান্ডার সৈয়দ পারভেজ মোস্তফা পিএসসি জি। এমত বিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য মোঃ মাইনউদ্দিন, গুইমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান মেমং মারমা, মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন, মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আনছারুল করিম, গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রাজীব চন্দ্র কর, সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যান রেদাক মারমা, গুইমারা ১নং ইউপি চেয়ারম্যান নির্মল নারায়ন ত্রিপুরা, মানিকছড়ি ১নং ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান ফারুক, মানিকছড়ি উপজেলা সনাতন সমাজকল্যাণ পরিষদের সভাপতি রুপেন পাল, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ খাগড়াছড়ি জেলা কমিটির সহ-সভাপতি মোকতাদের হোসেন, সিন্দুকছড়ি বাজার কমিটির সহ-সাধারণ সম্পাদক ও সাংবাদিক আবুল বাশার সহ আরো অনেকেই বক্তব্য রাখেন।
এসময় বক্তারা জোন কমান্ডার সৈয়দ পারভেজ মোস্তফা পিএসসি, জি"কে সিন্দুকছড়ি জোনের আওতাধীন সামাজিক অবকাঠামোর উন্নয়ন প্রসঙ্গে জোনের দায়িত্বপূর্ণ এলাকার আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা, সড়ক দুর্ঘটনা, পানি নিষ্কাশন, পাহাড় কাটা, অবৈধ কাঠ পাচার, বাজারের নিয়ম শৃঙ্খলা, মাদকদ্রব্য, চোরাচালান, যানবাহন এলইডি লাইট ট্রাজেডি এবং পার্বত্য বাসীর মানবাধিকার লংঘন, সন্ত্রাস নির্মূল ও শিক্ষা সহ নানান বিষয় তুলে ধরেন বক্তারা।