------ লামা (বান্দরবান) এ জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। ৬ অক্টোবর শুক্রুবার সকাল ১০ টায় উপজেলা হলরুমে নির্বাহী অফিসার মোঃ মোস্তফা জাবেদ কায়সার এর সভাপতিত্বে দিবসের আলোচনায় অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) এসএম রাহাতুল ইসলাম, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ জাহেদ উদ্দিন, লামা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক এমদাদুল হক প্রমূখ। অনুষ্ঠানে বক্তরা বলেন, সাধারণ মানুষকে জন্ম ও মৃত্যু নিবন্ধনে উৎসাহিত করতে এ দিনকে ‘জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস’ ঘোষণা করেছে সরকার। এবারের প্রতিপাদ্য ‘ জন্ম মৃত্যু নিবন্ধন করি, নাগরিক অধিকার নিশ্চিত করি'। দেশের সব ইউনিয়ন পরিষদ কার্যালয়,পৌরসভা কার্যালয়,সিটি করপোরেশনের আঞ্চলিক কার্যালয়, ক্যান্টনমেন্ট বোর্ডের পাশাপাশি বিদেশের বাংলাদেশি দূতাবাসে অনলাইনের মাধ্যমে জন্ম নিবন্ধন কার্যক্রম পরিচালিত হয়। অনুষ্ঠানে লামা সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীসহ ফায়ার সার্ভিস ইউনিটের সদস্য, সাংবাদিক, সরকারি কর্মচারীরা উপস্থিত ছিলেন।