জেলা প্রতিনিধি,
সারা দেশে সকল শিক্ষা প্রতিষ্ঠানে পবিত্র ঈদে মিলাদুন্নবী রাষ্ট্রীয়ভাবে পালনের জন্য সরকারি নির্দেশনা থাকলেও সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার অধিকাংশ বিদ্যালয়ে পালিত হয়নি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। যার ফলে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা মহানবী মোহাম্মদ (সা.) এর জীবনী ও তার কর্মের ওপর আলোচনা বিশেষ করে ইসলামের শান্তি,প্রগতি,সৌহার্দ্য, সহিষ্ণুতা,বিশ্ব ভ্রাতৃত্ব,নারীর মর্যাদা সহ ইত্যাদি শিক্ষণীয় বিষয় থেকে বঞ্চিত হচ্ছে।
সূত্রে জানা যায়, পবিত্র ঈদে মিলাদুন্নবী পালনের বিষয়ে কাজিপুর উপজেলার ২৩৭'প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের উপজেলা শিক্ষা অফিস থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।
সরজমিন গিয়ে এলাকাবাসী সূত্রে জানা যায়, সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন ও দোয়া মাহফিলের সরকারি নির্দেশনা জারি থাকলেও সরকারি সেই নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কাজিপুর উপজেলার শুভগাছা ইউনিয়ন বয়ড়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়,বীর শুভগাছা উত্তরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়,৩৩'নং শুভগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সহ কয়েকটি বিদ্যালয়ে পালিত হয়নি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)।
স্থানীয় সচেতন মহলের দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঠিক তদারকির অভাবে এ সকল বিদ্যালয়ে পালিত হয়নি পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)।
এ বিষয়ে ওই সকল বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে মুঠোফোনে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করা হলেও মুঠোফোন বন্ধ পাওয়া যায় ফলে কোন বক্তব্য পাওয়া যায়নি,
কাজিপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা হাবিবুর রহমান জানান, উপজেলার সকল বিদ্যালয়ে দিবসটি পালনের জন্য নির্দেশনা দেওয়া আছে।
কেউ নির্দেশনা উপেক্ষা করলে অবশ্যই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকার জানান, আমার জানা মতে উপজেলার সকল বিদ্যালয়ই দিবসটি পালন করেছে। দিবসটি পালন করেনি এমন কোন তথ্য আমার জানা নেই, তবে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।