বিএম.বাশারঃ পুলিশই জনতা, জনতাই পুলিশ" এ স্লোগানকে সামনে রেখে, মাদক, ইভটিজিং, বাল্য বিবাহ, যৌতুক ও জঙ্গিবাদ প্রতিরোধের লক্ষ্যে গুইমারার সিন্দুকছড়িতে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
৭সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১টার সময় সিন্দুকছড়ি ইউনিয়ন পরিষদের হল রুমে এস আই মংছাইয়ের সঞ্চালনায় সিন্দুকছড়ি বাজার কমিটির সাধারণ সম্পাদক রেজাউল করিমের সভাপতিত্বে এ সভার আয়োজন করা হয়।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এস আই কামরুল ইসলাম, ইউপির সচিব, ৩নং ওয়ার্ড মেম্বার মানেন্দ্র ত্রিপুরা, বাজার কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশার সহ অন্যান্য ওয়ার্ডের মেম্বার, হেডম্যান, কারবারি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রশাসনিক কর্মকর্তা বৃন্দ।
এসময় বক্তারা শিক্ষার হার বৃদ্ধি, বাল্য বিবাহ, মাদক ও জুয়া, ইভটিজিং, জঙ্গিবাদ সহ নানান অপকর্মের প্রতিরোধ গড়ে তুলতে একযোগে কাজ করার বিষয়ে আলোচনা করেন বক্তারা।