• বুধবার, ০৮ মে ২০২৪, ০৯:০৫ পূর্বাহ্ন

বরিশালে ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩৫৭

অনলাইন ভার্সন
অনলাইন ভার্সন
আপডেটঃ : সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০২৩

নিজস্ব প্রতিবেদক,

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে আরও ৩৫৭ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।

মৃতরা হলেন, পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী গ্ৰামের আলেয়া বেগম (৫০), বাকেরগঞ্জ উপজেলার হেলেনা বেগম (৫০) ও পিরোজপুরের নেছারাবাদ উপজেলার কাউখালীর বালিহারি গ্ৰামের আসমা (৩০)। চলতি বছর এ নিয়ে বরিশাল বিভাগে ডেঙ্গুতে মারা গেছেন ৪৮ জন।

সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল জানান, মৃত তিনজনের মধ্যে দুজন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও একজন পিরোজপুরের নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বিভাগের ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৩৫৭ রোগী। এর মধ্যে সবচেয়ে বেশি বরিশালে ৯৬ জন, পটুয়াখালীতে ৯১ জন, পিরোজপুরে ৬৩ জন, ভোলায় ৩৯ জন, বরগুনা ৬১ জন ও ঝালকাঠিতে ৭ জন।

এছাড়া চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ১৪ হাজার ৯৫৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৩ হাজার ৯৪২ জন। এখনো বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৯৬৮ জন।

ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল জানান, বিভাগে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৮ জন। এর মধ্যে বরিশালে ৩২ জন, ভোলায় ৭ জন, বরগুনায় ৪ জন ও পিরোজপুরে ৪ জন ও পটুয়াখালীত একজন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

You cannot copy content of this page

You cannot copy content of this page