অসহায় মানুষের পরম বন্ধু, মানবিকতার উজ্জ্বল নক্ষত্র মাটিরাঙ্গা ২৩ বিজিবি যামিনীপাড়া জোন অধিনায়ক লেঃ কর্নেল এবিএম জাহিদুল করিম। তার বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পবিার ৩ শে আগষ্ট দুপুরে জামিনিপাড়া জোন গেটে অসহায় গ্রামবাসী, ছাত্র- শিক্ষক,সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এই মানববন্ধন করেন। তাইদং, তবলছড়ি ও বড়নাল এলাকাবাসীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা জানান, মাটিরাঙ্গা ২৩ বিজিবি যামিনীপাড়া জোন অধিনায়ক লেঃ কর্নেল এবিএম জাহিদুল করিম এই জোনে যোগদানের পর থেকে এলাকার চিত্র পাল্টাতে শুরু করে। মানবিক কার্যাবলী, কর্মদক্ষতা সম্পন্ন জনবান্ধব উদ্যোক্তা এই কর্মকর্তা এলাকার সর্ব সাধারণের ভালবাসা ও আস্থা অর্জন করেন। আন্দোলনে অনশগ্রহণকারী লোকজনের সাথে কথা বলে জানা যায়, তারা সবাই কোন না কোন সুবিধা নিয়েছেন বিজিবির এই মানবিক অফিসার থেকে,কাউকে থাকার ঘর,কাউকে গরু,ছাগল দিয়েছেন, অনেকের মেয়ের বিয়েতে যাবতীয় খরচ বহন করেন বলে জানায় সুবিধাভোগীরা।জটিল রুগীকে যাবতীয় খরচ বহন করে কারার নজির কয়েকশত।
লেঃ কর্ণেল এবিএম জাহিদুল করিম এর এসব জন কল্যাণ মূলক কর্মকান্ডের জন্য চিরকাল স্মরণে রাখবে।
যামীনিপাড়া জোন অধিনায়ক লেঃ কর্ণেল এবিএম জাহিদুল করিম এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন, বদলি জনিত কারনে চলে যাবো। সকলের জন্য দোয়া রইলো। আমি চলে গেলেও নতুন যে সিও আসবে সেও জনকল্যাণমূলক কর্মকান্ড অব্যহত রাখবে বলে আশা ব্যক্ত করেন।