০৫:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫

নুসরাত ফারিয়া রাজনীতি বিষয়ে অবহিত নন বললেন, খায়রুল বাসার

নিউজ ডেস্ক

নুসরাত ফারিয়া ও খায়রুল বাসার

ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়াকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, রাজধানীর ভাটারা থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলার প্রেক্ষিতে তাকে থাইল্যান্ড যাওয়ার মুহূর্তে রোববার আইনশৃঙ্খলা বাহিনী আটক করে। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে তুমুল বিতর্ক ও আলোচনার ঝড়।

গ্রেফতারের সময় দেশে চলছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যা নিয়ে ইতোমধ্যে দেশে-বিদেশে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।এই ঘটনার পর ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে নুসরাত ফারিয়ার পক্ষে অবস্থান নেন। তিনি বলেন:

“নুসরাত ফারিয়ার সঙ্গে অন্যায় হচ্ছে। উনি এক

জন অভিনেত্রী, তার কাজ অভিনয় করা। কোনো গল্পে যে চরিত্রটা পাবেন, সেটা ফুটিয়ে তোলা তার দায়িত্ব।”

তিনি আরও বলেন, একটি সিনেমায় অভিনয়ের জন্য কাউকে অপরাধী বানানো অনুচিত। অডিশনের মাধ্যমে যাদের নির্বাচন করা হয়, তারাই অভিনয় করেন। এখানে রাজনীতির কোনো জায়গা নেই।

খায়রুল বাসার তার পোস্টে আরও উল্লেখ করেন যে,

“আমার ব্যক্তিগত ধারণা— উনি (নুসরাত) রাজনীতি সচেতন না এবং উনি কোনো রাজনীতি করেনও না। এমনকি বিটিভিতে গিয়ে মায়াকান্নাও করেননি।”

তিনি প্রশ্ন তোলেন, “বর্তমান সরকার যদি শিল্পীদের রাষ্ট্রীয় আয়োজনে ডাকে, তাহলে শিল্পীরা কি অংশ নেবে না? আর ভবিষ্যতে যদি সরকার বদলায়, তবে কি নতুন সরকার শিল্পীদের হেনস্তা করবে?” — এ বিষয়েও মতামত জানানোর আহ্বান জানান তিনি মিডিয়া সংশ্লিষ্টদের।

Please Share This Post in Your Social Media

আপডেট: ০৯:৫৪:৩১ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
৫০

নুসরাত ফারিয়া রাজনীতি বিষয়ে অবহিত নন বললেন, খায়রুল বাসার

আপডেট: ০৯:৫৪:৩১ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫

ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়াকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে। জানা গেছে, রাজধানীর ভাটারা থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলার প্রেক্ষিতে তাকে থাইল্যান্ড যাওয়ার মুহূর্তে রোববার আইনশৃঙ্খলা বাহিনী আটক করে। বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে তুমুল বিতর্ক ও আলোচনার ঝড়।

গ্রেফতারের সময় দেশে চলছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, যা নিয়ে ইতোমধ্যে দেশে-বিদেশে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে।এই ঘটনার পর ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়ে নুসরাত ফারিয়ার পক্ষে অবস্থান নেন। তিনি বলেন:

“নুসরাত ফারিয়ার সঙ্গে অন্যায় হচ্ছে। উনি এক

জন অভিনেত্রী, তার কাজ অভিনয় করা। কোনো গল্পে যে চরিত্রটা পাবেন, সেটা ফুটিয়ে তোলা তার দায়িত্ব।”

তিনি আরও বলেন, একটি সিনেমায় অভিনয়ের জন্য কাউকে অপরাধী বানানো অনুচিত। অডিশনের মাধ্যমে যাদের নির্বাচন করা হয়, তারাই অভিনয় করেন। এখানে রাজনীতির কোনো জায়গা নেই।

খায়রুল বাসার তার পোস্টে আরও উল্লেখ করেন যে,

“আমার ব্যক্তিগত ধারণা— উনি (নুসরাত) রাজনীতি সচেতন না এবং উনি কোনো রাজনীতি করেনও না। এমনকি বিটিভিতে গিয়ে মায়াকান্নাও করেননি।”

তিনি প্রশ্ন তোলেন, “বর্তমান সরকার যদি শিল্পীদের রাষ্ট্রীয় আয়োজনে ডাকে, তাহলে শিল্পীরা কি অংশ নেবে না? আর ভবিষ্যতে যদি সরকার বদলায়, তবে কি নতুন সরকার শিল্পীদের হেনস্তা করবে?” — এ বিষয়েও মতামত জানানোর আহ্বান জানান তিনি মিডিয়া সংশ্লিষ্টদের।