• রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:০৩ পূর্বাহ্ন

গুইমারায় বাল্যবিবাহ রোধে মহিলা বিষয়ক কর্মকর্তার অভিযান

অনলাইন ভার্সন
অনলাইন ভার্সন
আপডেটঃ : রবিবার, ১০ মার্চ, ২০২৪

খাগড়াছড়ির গুইমারায় বাল্যবিবাহের অপরাধে কনের বাবাকে এক হাজার টাকা জরিমানা করেছে মহিলা বিষয়ক কর্মকর্তার সহযোগিতায় ভ্রাম্যমাণ আদালত। ১০ই মার্চ রবিবার ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাজীব চৌধুরী এই জরিমানা করেন।
হাফছড়ি ইউনিয়নের ০৪নং ওয়ার্ডের হাজীপাড়া এলাকায় মেয়ের বাড়িতে গোপনে বাল্যবিবাহের প্রস্তুতি চলছিল। খবর পেয়ে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ হাছিনা আলম পুলিশ নিয়ে সেখানে অভিযান চালায়। ঘটনাস্থলে পৌঁছে বাল্যবিবাহের সত্যতা যাচাই বাছাইয়ের মাধ্যমে নিশ্চিত করতে পারে মহিলা বিষয়ক কর্মকর্তা।
পরে মেয়ের বাবা, মাকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে আসা হয়। এ সময় কনের বাবাকে এ জরিমানা করা হয়। কনে হাফছড়ি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী ছিলো।
এসময় ইউএনও বলেন, এলাকার সকল অভিভাবকদের সচেতন হতে হবে, এতে সমাজ ব্যবস্থা সুন্দর থাকবে, বাল্যবিবাহ রোধে এধরনের অভিযান অব্যাহত থাকবে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ