স্বাধীনতার মাসে ঐতিহাসিক ৭মার্চ গুইমারা থানায় পুলিশ সুপার মুক্তা ধর কর্তৃক উদ্বোধনকৃত বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ গ্যালারি পরিদর্শন করেছে গুইমারা গুইমারাব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র ছাত্রীরা।
স্কুলের প্রধান শিক্ষক মোঃ জাফর আহমেদ এর নেতৃত্ব স্কুলের ১০৫ জন ছাত্র ছাত্রী আসে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ গ্যালারী দেখার জন্য। ছাত্র ছাত্রীরা ১৯৫২এর ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭১এর মুক্তিযুদ্ধ এবং ১৯৭৫ এর ১৫ আগষ্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের শাহাদাৎ বরণ, একই গ্যালারীতে দেখতে পেয়ে ও তথ্যগুলো জানতে পেরে খুবই আনন্দিত । ছাত্র ছাত্রীরা অনুভূতি প্রকাশ করতে বলেন ” আমরা এই গ্যালারী দেখে অনেক কিছু জানলাম ও দেখলাম যা আগে দেখিনি, যেমন জর্জ হেরিসন, ফিদেল কাস্ত্রো, ইন্দিরা গান্ধী প্রমূখ”। প্রধান শিক্ষক বলেন, স্বাধীনতা যুদ্ধে যাদের যাদের অবদান ছিলো সবাইকে এখানে আনা হয়েছে, যা দূর্লভ ও বিরল। এই প্রজন্মের সব্বাইকে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে জন্য এই গ্যালারী দেখা উচিত বলে জানান। গুইমারা উপজেলায় এই ধরনের উদ্যোগ গ্রহণের জন্য গুইমারা থানার অফিসার ইন চার্জ মোঃ আরিফুল আমিন কে তিনি ধন্যবাদ জানান।