• রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১২:৫৪ পূর্বাহ্ন

গুইমারা থানায় উদ্বোধনকৃত বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ গ্যালারি পরিদর্শন করছে গুইমারা গুইমারাব সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণীর ছাত্র ছাত্রীরা

অনলাইন ভার্সন
অনলাইন ভার্সন
আপডেটঃ : রবিবার, ১০ মার্চ, ২০২৪

স্বাধীনতার মাসে ঐতিহাসিক ৭মার্চ গুইমারা থানায় পুলিশ সুপার মুক্তা ধর কর্তৃক উদ্বোধনকৃত বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ গ্যালারি পরিদর্শন করেছে গুইমারা গুইমারাব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্র ছাত্রীরা।
স্কুলের প্রধান শিক্ষক মোঃ জাফর আহমেদ এর নেতৃত্ব স্কুলের ১০৫ জন ছাত্র ছাত্রী আসে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ গ্যালারী দেখার জন্য। ছাত্র ছাত্রীরা ১৯৫২এর ভাষা আন্দোলন থেকে শুরু করে ৭১এর মুক্তিযুদ্ধ এবং ১৯৭৫ এর ১৫ আগষ্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের শাহাদাৎ বরণ, একই গ্যালারীতে দেখতে পেয়ে ও তথ্যগুলো জানতে পেরে খুবই আনন্দিত । ছাত্র ছাত্রীরা অনুভূতি প্রকাশ করতে বলেন ” আমরা এই গ্যালারী দেখে অনেক কিছু জানলাম ও দেখলাম যা আগে দেখিনি, যেমন জর্জ হেরিসন, ফিদেল কাস্ত্রো, ইন্দিরা গান্ধী প্রমূখ”। প্রধান শিক্ষক বলেন, স্বাধীনতা যুদ্ধে যাদের যাদের অবদান ছিলো সবাইকে এখানে আনা হয়েছে, যা দূর্লভ ও বিরল। এই প্রজন্মের সব্বাইকে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে জন্য এই গ্যালারী দেখা উচিত বলে জানান। গুইমারা উপজেলায় এই ধরনের উদ্যোগ গ্রহণের জন্য গুইমারা থানার অফিসার ইন চার্জ মোঃ আরিফুল আমিন কে তিনি ধন্যবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ