• শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ১১:১৭ অপরাহ্ন

মাহে রমজান উপলক্ষে রামগড়ে অসহায় ও দুস্থদের মাঝে ৪৩ বিজিবির মানবিক সহায়তা

অনলাইন ভার্সন
অনলাইন ভার্সন
আপডেটঃ : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪

পবিত্র মাহে রমজানকে সামনে রেখে খাগড়াছড়ির রামগড়ে সীমান্ত সুরক্ষায় নিয়োজিত ৪৩ বিজিবি রামগড় জোনের উদ্যোগে ১৫০ জন গরিব, অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শান্তি সম্প্রীতি ও উন্নয়ন কর্মসূচির অংশ হিসেবে সকালে জোন সদর দপ্তরে স্থানীয় হতদরিদ্র মানুষের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব খাদ্য সামগ্রী তুলে দেন জোন অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ইমাম হোসেন। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে ৫ কেজি আলু, ৩ কেজি পেয়াজ, ১কেজি ডাল, ১কেজি চিনি, ১কেজি তেল। এছাড়াও ১২টি এতিমখানায় ৮৫০ কেজি পেঁয়াজ সহায়তা প্রদান করা হয়েছে। এ সময় রামগড় জোনের দায়িত্বপূর্ণ এলাকায় অপরাধ দমনের পাশাপাশি সীমান্ত এলাকায় বসবাসরত পাহাড়ি- বাঙ্গালীর জীবন যাত্রার মান উন্নয়নে রামগড় জোনের এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান জোন অধিনায়ক।
অনুষ্ঠানে ৪৩ বিজিবির পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ