খাগড়াছড়ির গুইমারা থানাধীন জালিয়াপাড়া বাজার ব্যাবসায়ী সমিতির আয়োজনে, থানার অফিসার ইনচার্জ (ওসি) ও ব্যাবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৪ মার্চ সন্ধ্যায় হাফছড়ি ইউনিয়ন পরিষদের সামনে মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায়, বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি মোঃ ইউনুস হাওলাদারের সভাপতিত্বে মতবিনিময় সভা শুরু হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুল আমিন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার এসআই (নিঃ) জহিরুল ইসলাম,বাজার ব্যাবসায়ী সমিতির প্রধান উপদেষ্টা ও কাঠ ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোঃ আইয়ুব আলী (মেম্বার) , বাজার ব্যাবসায়ী সমিতির সভাপতি মোঃ ইউনুস হাওলাদার,বাজার ব্যাবসায়ী সমিতির সাবেক সভাপতি নুরুন্নবী চৌধুরী রুবেল, হাফছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল হোসেন,জালিয়াপাড়া সমাজ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ জামাল উদ্দিন সহ অন্যান্য ব্যাবসায়ীবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে ব্যাবসায়ীদের নিরাপত্তা বিষয়ে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা, সিসিটিভি স্থাপন, নাইটগার্ড নিয়োগ, অগ্ননির্বাপনের জন্য প্রতি দোকানে এক বালতি করে পানিও এক বালতি করে বালি রাখার জন্য অনুরোধ করেন। সকল ব্যাবসায়ী একমত পোষণ করেন। প্রধান অতিথি আরো বলেন ব্যবসায়ীদের নিরাপত্তার জন্য যেকোন ধরনের ব্যবস্থা গ্রহন ও সহায়তার জন্য পাশে থাকবেন।