• রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:২০ পূর্বাহ্ন

চট্টগ্রাম অনন্যা আবাসিক কে কলেজের ছাত্র খুন ৫ আসামি গ্রেফতার

অনলাইন ভার্সন
অনলাইন ভার্সন
আপডেটঃ : বুধবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৪

মোহাম্মদ শাহরিয়ার সুমন

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানাধীন অনন্যা আবাসিক এলাকার একটি সড়কের ওপর থেকে শাওন বড়ুয়া (২৫) নামে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। সহকারি পুলিশ কমিশনার পাঁচলাইশ জোন জনাব মোঃ আরিফ হোসেনের নেতৃত্বে পুলিশ পরিদর্শক তদন্ত জনাব মোঃ ছবেদ আলী গণের নেতৃত্বে অভিযানিক দল তথ্যপ্রযুক্তির সহযোগিতায় চট্টগ্রাম মহানগর বিভিন্ন এলাকা অভিযান পরিচালনা ঘটনার সাথে জড়িত একনাম্বার হতে পাঁচ নাম্বার আসামী পর্যন্ত গ্রেফতার করতে সক্ষম হয় আসামি কাছ থেকে ভিকটিমের হইতে ছিনাইয়া নেওয়া ,একটি ডিজিটাল ক্যামেরা ,একটি ক্যামেরার লান্স দুটি প্লাস লাইট তিনটি ক্যামেরার ব্যাটারির উদ্ধার করেন আসামি কর্তৃক ঘটনার ব্যবহৃত একটি মোটরসাইকেল একটি সিএনজি অটো রিক্সা এবং দুটি মোবাইল উদ্ধার করা হয় ।

চানগাও থানায় সাংবাদিক সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (উত্তর) পংকজ দত্ত বলেন গ্রেফতারকৃত আসামিদের থেকে ভিক টিমের ক্যামেরা ও অন্যান্য জিনিসপত্র সহ আসামীদেরকে গ্রেফতার করছে সক্ষম হয়েছে গ্রেফতারকৃত আসামিরা হলেন মোহাম্মদ ইমতিয়াজ আলম মুরাদ বয়স ২১ পিতা দিদারু উল আলম পশ্চিম মোহরা বজল ড্রাইভার এর বাড়ি ,২ নং আসামী আশহাদুল ইসলাম ইমন বয়স ২৪ পিতা নুরুল আবচার কুচিয়া পিতার বাড়ি ,3 নং আসামী মোহাম্মদ তহিদুল আলম বয়স ২৩ পিতা নুরুল আমিন পশ্চিম মহা কুচিয়া পিতার বাড়ি, ৪ নং আসামি মোহাম্মদ বাহার বয়স ২২ পিতা মোহাম্মদ সেলিম মুন্সিরহাট দৌলতখান জেলা ভোলা ,5 নং আসামী মোঃ আলমগীর বয়স ৩০ পিতা আবুল কাশেম নাঙ্গলকোট জেলা কুমিল্লা ,আসামিরা জিজ্ঞাসাবাদে জানায় ভিকটিম শাওন বড়ুয়া ক্যামেরা কিনবে বলে মোবাইলে ফোন করে ডেকে এনে কাপ্তাই রাস্তা তো অনন্যা আবাসিকে নিয়ে আসেন আনুমানিক রাত সাড়ে আটটা অনন্যা আবাসিকে নিয়ে গিয়ে ক্যামরা নেওয়ার জন্য হাতাহাত শুরু করেন আসামিগণ এমন অবস্থায় শাওন বড়ুয়া নিজের ক্যামেরা রক্ষা করার জন্য চেষ্টা চালিয়ে যান 1 নং আসামি শাওন বড়ুয়ার কে ছুরি দিয়ে আঘাত করতে থাকেন পাশাপাশি অন্য আসামীরা এসে শাওন বড়ুয়া এলোপাথাড়ি মেরে মৃত্যু নিশ্চিত করে মালামাল নিয়ে পালিয়ে যান আসামিগণ

নিহত শাওন বড়ুয়া ওমরগণি এমইএস কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র। চট্টগ্রামের সাতকানিয়া থানাধীন বাজালিয়া এলাকার শীলঘাটা গ্রামের টিপু বড়ুয়ার ছেলে শাওন বড়ুয়া।

চান্দগাঁও থানার সহকারি পুলিশ কমিশনার পাঁচলাইশ জোন আরিফ হোসেন বলেন, আজ সকাল সাড়ে ৭টার দিকে শাওন নামে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে আমাদের মনে হচ্ছে এটি খুন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা তদন্ত করছি। নিহতের পরিবারের পক্ষ থেকমামলা করা হয়েছে মামলা রঙ ৩৯ তারিখ ২৮/০২/২০২৪ ধারা ৩০২/৩৪ পেনাল কোড রুজু করা হয়েছে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ