• রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০১:২০ পূর্বাহ্ন

নাইক্ষ্যংছড়ির বাইশারীতে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত

অনলাইন ভার্সন
অনলাইন ভার্সন
আপডেটঃ : শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি

বিট পুলিশিং বাড়ি-বাড়ি, নিরাপদ সমাজ গড়ি, এ শ্লোগানে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ ফেব্রুয়ারী ) সকাল ১০টায় বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্র হলরুমে, ইনচার্জ শোভন কুমার শাহার সভাপতিত্বে ও এএসআই বিলাল হোসেনের সঞ্চালনায় বিট পুলিশিং কার্যক্রম এ সভা অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে পরিদর্শক শোভন কুমার শাহা
বলেন সামাজিক নিরাপত্তা দানে পুলিশ- জনগণের পাশাপাশি আসল। পুলিশের কাছে গিয়ে আইনী সেবা পেতে যেতে হবেনা।পুলিশই আপনাদের বাড়িতে গিয়ে আইনী সেবা দেবে। ব্যক্তি,পরিবার ও সামাজিক নিরাপত্তাদানে সদা সজাগ থাকবে পুলিশ। বাড়ি টু বাড়ি গিয়ে নিরাপত্তার বিষয়ে খোঁজ খবর নেওয়া হবে আমাদের লক্ষ । বাড়ির কোন ছেলে পিতা-মাতা অবাধ্য হয়ে মাদকে জড়াচ্ছে কিনা। জনবিরোধী, সমাজ বিরোধী কিংবা রাষ্ট্র বিরোধী কোন কাজে জড়াচ্ছে কিনা, বখাটে ছেলেদের কারণে পরিবার তথা সমাজে কোন ধরণের বিশৃঙ্খলা বা অনাচার সৃষ্টি হচ্ছে কিনা, এসব থেকে উত্তরণে পরিবারের পিতা-মাতা এবং সামাজিক প্রতিনিধিদের নিয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।নারী নির্যাতন,বাল্য বিবাহ প্রতিরোধে সামাজিক দায়িত্ব পালন করতে হবে। মাদকের বিরুদ্ধে অভিযান বন্ধ হয়নি। ফের শুরু হবে মাদক নির্মুল অভিযান। সামাজিক দায়িত্ববোধ থেকে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করবেন। আমরাই প্রতিরোধে ব্যবস্থা নিতে বদ্ধপরিকর।বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের নির্বাহী সদস্য দৈনিক ইত্তেফাক সংবাদদাতা আবদুর রশিদ দৈনিক সংবাদ প্রতিনিধি সাংবাদিক মোঃ ইউনুছ, বাইশারী ইউনিয়ন পরিষদের সদস্য প্যানেল চেয়ারম্যান আনোয়ার হোসেন, নুর জাহান বেগম, নুরুল কবির, মোঃ বেলাল,আবুল হোসেন প্রমূখ। অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেনী পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ ছাড়াও গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ