সম্প্রতি আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়,চট্টগ্রাম এ বিএনপি ও জামাতের অঙ্গসহযোগী ছাত্র সংগঠন ছাত্রদল ও ছাত্রশিবিরের কমিটি প্রদান করা হয়। কমিটি গঠনের পর ছাত্রদলের নব গঠিত কমিটি, নগরির সিআরভিতে আনন্দ মিছিল ও ছাত্রশিবির বিবৃতির মাধ্যমে নিজেদের অস্তিত্বের জানান দেয় এবং সরকার পতনের হুশিয়ারি ও রাষ্ট্রবিরোধী বক্তব্য প্রদান করে। উক্ত বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ বিষয়টির প্রতিক্রিয়া ২৩ শে সেপ্টেম্বর ২০২৩ ইং রোজ শনিবার উক্ত বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। সমাবেশ শেষে ছাত্রলীগের প্রতিনিধি দল বিভিন্ন রাজনৈতিক ও শিক্ষার্থী বান্ধব ৭ দফা দাবি সম্মেলিত স্মারকলিপি উপাচার্যের নিকট প্রদান করেন। সৈয়দ আরমানের সভাপতিত্বে, তওসিবুল আলম ইনান ও আরিফুর রহমানের যৌথ সঞ্চালনায় এসময় বক্তব্যে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ নেতা মোঃ এমরান হোসেন বলেন, ” ইতিহাস বিকৃতকারী চক্র , বিদেশীদের স্বার্থে দেশে অরাজকতার, যে নীল নকশা বিএনপি জামাত দীর্ঘদিন যাবত কসছে। তারই ধারাবাহিকতায় অছাত্র,ও বিতর্কিতদের দিয়ে আজকে ছাত্রদল ও ছাত্রশিবিরের কমিটি যা আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঘৃনা ভরে প্রত্যাখান করেছে। আমরা এই ক্যাম্পাসে তাদের সকল অপতৎপরতার বিপক্ষে শান্তির বার্তা দিতেই আজকের এই বিক্ষোভ “। ছাত্রনেতা মো:মারওয়ান সাঈদ বলেন, ” ছাত্ররাজনীতির মূল শর্ত হলো ছাত্র হতে হবে সেখানে অছাত্র যাদের কোন এডমিশন নাই কিছু সাবেক বিতর্কিত শিক্ষার্থীদের দিয়ে ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙ্গে দিতে এবং ছাত্রদল ও ছাত্রশিবিরের কমিটিকে অবাঞ্ছিত করতেই আজকের এই বিক্ষোভ মিছিল। ” ছাত্রনেতা আজফার ইকতিদার শাফি বলেন, ” সংগ্রামের যে বীজ ছাত্রলীগের পূর্বসূরিরা বপন করেছেন কালের পরিবর্তনে সেই বীজ আজ বৃক্ষে পরিনত। তাই এখানে কোন পরগাছা ছাত্রদল কিংবা ছাত্রশিবিরের স্থান হবে না “। এসময় আরো বক্তব্য প্রদান করেন , ছাত্রলীগ নেতা মোঃ মাহবুবুর রহমান ফয়সাল, ইমরানুজ্জামান সরকার, জাকিরুল আলম সোহান, শরিফুল কাদের রাকিব, আবদুল্লাহ আল জোবায়ের, ফাইজ ইফতি, কামরুল রোহান, আসিফ ওয়াফি চৌধুরী, সরকার রিসালাত সুইন…… বক্তারা সেখান থেকে আবারো দেশরত্ন শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে ছাত্রদল ও শিবিরের যেকোন অপতৎপরতা রুখে দিতে দৃঢ়প্রত্যয় জ্ঞাপন করেন৷