সাভারের বিরুলিয়ায় বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত
- আপডেট: ০৮:১৬:৫১ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬
- / ৩৯
সাভার প্রতিনিধি : মোঃ বাহারুল ইসলাম
রবিবার (১১ জানুয়ারি ২০২৬) সন্ধ্যার পর বিরুলিয়া ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে বিরুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম মাহামুদুর হাসান আলালের নিজ বাড়িতে এ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পবিত্র কুরআন খতম শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করা হয়।
মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন সাভার থানা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোঃ আনোয়ার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন বিরুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহীন, বিরুলিয়া ইউনিয়ন বি এন পির সাবেক সভাপতি হাসান আলী মণ্ডল, বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ তাইজুল ইসলাম, বিরুলিয়া ইউনিয়ন বি এন পির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন, বিরুলিয়া ইউনিয়ন বিএনপি নেতা মোঃ আবুল কালাম ।
এ সময় আনোয়ার হোসেন বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এ দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে গেছেন। তাঁর অবদান জাতি চিরদিন গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
অনুষ্ঠানে বিরুলিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। দোয়া ও মিলাদ মাহফিল শেষে সবার মাঝে তবরক বিতরণ করা হয়।












