মানিকগঞ্জ সাটুরিয়া উপজেলায় সংবাদ কর্মীর বাড়ি দখলের চেষ্টা থানায় লিখিত অভিযোগ দায়ের
- আপডেট: ১২:৪১:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
- / ২৮
মো: ফরিদুল ইসলাম, মানিকগঞ্জ:
মানিকগঞ্জ সাটুরিয়ার উপজেলায় ফুকুরহাটী ইউনিয়নে আইরমারা এলাকায় জোর পূর্বক জমি জায়গায় দখলের অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী ও স্হানীয় এলাকাবাসী জানায় আইরমারা এলাকায় মৃত টোকন আলীর ছেলে জসিম, নুর ইসলাম সহ দলবদ্ধ ভাবে কাউকে না জানিয়ে ক্ষমতার দাপট দেখিয়ে মুভি বাংলা টেলিভিশনের সাটুরিয়া উপজেলা প্রতিনিধির বসত বাড়িতে জোর পূর্বক খুঁটি স্হাপন করে। ঘটনাস্থলে জসিম ও তার সহযোগীরা ভুক্তভোগী পরিবার কে বিভিন্ন রকমের হুমকি প্রদান করে। বাড়ির পাশে বেঁড়া দিয়ে সংবাদ কর্মীর পরিবার কে আবদ্ধ করে রাখে।
এ বিষয়ে জসিম ও তার সহযোগীরা জানায় আমাদের বাড়ির পাশে জমি আমাদের না জানিয়ে আউশী বিবি সাব কবলা দলিলে দশ শতাং জায়গায় ক্রয় করে। কিন্তু জমিটা আমাদের দরকার ছিল।পরে আমরা জোসন আলীর নিকট তিন জনে মিলে ৪ শতাং জমি ক্রয় করি সেই জমি নিয়ে আমাদের মাঝে বিরোধ চলছে তারা আমাদের কাছে জমি বিক্রি করলে আমরা কোন ঝামেলা কবর না।
এ বিষয়ে এলাকাবাসী জানায় একাধিক বার গ্রাম শালিশের ব্যবস্হা করা হলে জসিম ও তার পরিবারের লোকজন কোন সাড়া দেইনি।
নিরুপায় হয়ে ভুক্তভোগী আমিনুর রহমান বাদী হয়ে সাটুরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মো: নজরুল ইসলাম জানান এ বিষয় অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
এ বিষয়ে স্হানীয় এলাকাবাসী ও ভুক্তভোগীরা সুষ্ঠু সমাধানের আশায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছে।













