২৫ তম বিসিএস (পুলিশ) ফোরামের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন; সভাপতি প্রত্যুষ কুমার মজুমদার, সাধারণ সম্পাদক মোহাম্মদ জসীম উদ্দিন
- আপডেট: ০৬:৪৩:২৮ অপরাহ্ন, বুধবার, ২৩ জুলাই ২০২৫
- / ২২৬
বিশেষ প্রতিনিধি : মুজাহিদ খাঁন কাওছার
বাংলাদেশ পুলিশে কর্মরত ২৫তম বিসিএস ব্যাচের সদস্যদের সংগঠন ‘২৫তম বিসিএস (পুলিশ) ফোরাম’-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত এক বিশেষ সভায় ফোরাম সদস্যদের সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়।
নবনির্বাচিত কমিটিতে সভাপতি হয়েছেন নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার জনাব প্রত্যুষ কুমার মজুমদার, আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)।
কমিটিতে মোট ৩৭ জন সদস্য রয়েছেন এবং তারা আগামী দুই বছর দায়িত্ব পালন করবেন। নতুন কমিটির উদ্দেশ্য থাকবে সদস্যদের পেশাগত ও ব্যক্তিগত কল্যাণ নিশ্চিত করা এবং পারস্পরিক সম্প্রীতির ভিত্তিতে ফোরামের কার্যক্রম পরিচালনা করা।
প্রসঙ্গত, ২৫তম বিসিএস (পুলিশ) ফোরামের সদস্যরা ২০০৬ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন। প্রতিষ্ঠার পর থেকেই ফোরামটি রাষ্ট্রের আইন-শৃঙ্খলা রক্ষাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব সুচারুভাবে পালন করে আসছে। সদস্যরা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কর্মরত থেকে প্রশাসনিক দক্ষতা ও পেশাদারিত্বের মাধ্যমে জনসেবায় উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছেন।
















