ফিলিস্তিনের গাজায় দুর্ভিক্ষ শুরু, ৫ লাখের বেশি মানুষ অনাহারে: আইপিসি রিপোর্ট
ফিলিস্তিনের গাজায় দুর্ভিক্ষ শুরু, ৫ লাখের বেশি মানুষ অনাহারে: আইপিসি রিপোর্ট
- আপডেট: ০৪:০৪:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫
- / ১৩৬
আন্তর্জাতিক ডেস্ক | ডেইলি বর্তমান কথা
অবরুদ্ধ ফিলিস্তিনের গাজা উপত্যকায় আনুষ্ঠানিকভাবে দুর্ভিক্ষ শুরু হয়েছে বলে নিশ্চিত করেছে জাতিসংঘের বৈশ্বিক ক্ষুধা ও খাদ্য নিরাপত্তা বিষয়ক সংস্থা আইপিসি (Integrated Food Security Phase Classification)। শুক্রবার (২২ আগস্ট) প্রকাশিত সংস্থার সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, গাজার সিটি ও আশপাশের এলাকায় মানুষ এখন সম্পূর্ণ অনাহারে ভুগছেন।
আইপিসি তাদের পাঁচ ধাপের খাদ্য সংকট সূচকে গাজা সিটিকে সর্বোচ্চ ধাপে (ধাপ-৫) উন্নীত করেছে। এর অর্থ হলো, ওই অঞ্চলের মানুষ খাওয়ার মতো কিছুই পাচ্ছেন না এবং জীবন রক্ষার জন্য চরম দারিদ্র্যের মধ্যে দিন কাটাচ্ছেন।
অন্য শহরগুলোও ঝুঁকিতে
আইপিসি হুঁশিয়ারি দিয়েছে, গাজার দেইর এল-বালাহ ও খান ইউনুস শহরও দ্রুত একই পরিস্থিতির দিকে এগোচ্ছে। সেপ্টেম্বরের শেষ নাগাদ এই দুটি শহরেও দুর্ভিক্ষ শুরু হবে বলে আশঙ্কা করা হচ্ছে। এতে গাজাজুড়ে প্রায় ৫ লাখের বেশি মানুষ দুর্ভিক্ষের কবলে পড়বেন।
জনসংখ্যার অর্ধেকের বেশি খাদ্য সংকটে
বর্তমানে গাজার মোট জনসংখ্যার ৫৪ শতাংশ বা ১০ লাখ ৭ হাজার মানুষ ধাপ-৪ পর্যায়ে আছেন, অর্থাৎ তারা খাদ্য জরুরি অবস্থায় দিন কাটাচ্ছেন। এছাড়া প্রায় ৩ লাখ ৯৬ হাজার মানুষ (জনসংখ্যার ২০ শতাংশ) ধাপ-৩ পর্যায়ে আছেন, যারা তীব্র খাদ্য সংকটে পড়ার ঝুঁকিতে রয়েছেন।
মানবসৃষ্ট দুর্ভিক্ষ
২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ভয়াবহ হামলা চালায় দখলদার ইসরায়েল। একইসঙ্গে সেখানে অবরোধ আরোপ করে খাদ্য ও প্রয়োজনীয় সরবরাহ বন্ধ করে দেয় তারা। এরফলে গাজায় মানবসৃষ্ট দুর্ভিক্ষ শুরু হয়েছে বলে উল্লেখ করেছে আইপিসি।
যখন গাজার সিটির মানুষ না খেয়ে দিন কাটাচ্ছেন, তখন ইসরায়েল নতুন করে হামলার প্রস্তুতি নিচ্ছে। দখলদার বাহিনী হুমকি দিচ্ছে, তারা গাজা সিটিকে মাটির সঙ্গে মিশিয়ে দেবে।
প্রথম আনুষ্ঠানিক স্বীকৃতি
গাজায় দুর্ভিক্ষ শুরু হওয়ার বিষয়টি এবারই প্রথম আনুষ্ঠানিকভাবে জানাল কোনো আন্তর্জাতিক সংস্থা। বিষয়টি বিশ্বব্যাপী উদ্বেগ সৃষ্টি করেছে।
সূত্র: আলজাজিরা










