১২:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৪ ডিসেম্বর ২০২৫

ইউক্রেনের হামলায় রাশিয়ার বেলগোরদে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:৪৪:২৪ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫
  • / ৯০

রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় বেলগোরদ অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর হামলায় ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয় গভর্নর ভিয়াচেস্লাভ গ্লাদকভ।

রোববার টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তিনি জানান, সন্ধ্যা পর্যন্ত প্রায় ৪০ হাজার বাসিন্দা বিদ্যুৎবিহীন অবস্থায় ছিলেন। গুরুত্বপূর্ণ সেবাগুলোর মধ্যে হাসপাতালগুলো জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রেখেছে।

গভর্নর আরও জানান, গত ২৪ ঘণ্টায় ইউক্রেনীয় ড্রোন হামলায় অন্তত তিনজন আহত হয়েছেন, যাদের মধ্যে একজন মাত্র ১০ বছর বয়সি শিশু।

অন্যদিকে, ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, রুশ বাহিনীর পাল্টা হামলায় পোল্যান্ড সীমান্তের কাছের লভিভ শহরে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। এ হামলায় চারজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে তাদের দাবি।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তাদের বাহিনী ইউক্রেনের অস্ত্র কারখানা ও সংশ্লিষ্ট জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে। মস্কোর দাবি, তাদের হামলার লক্ষ্য কখনোই বেসামরিক জনগণ নয়।

উল্লেখ্য, রাশিয়া ২০২২ সালের শরৎকাল থেকে নিয়মিতভাবে ইউক্রেনের জ্বালানি স্থাপনাগুলোর ওপর হামলা চালিয়ে আসছে। সে বছরের অক্টোবরে ক্রিমিয়া সেতুতে ইউক্রেনীয় হামলার পর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দিয়েছিলেন— ইউক্রেনের জ্বালানি অবকাঠামোই হবে রুশ সেনার নতুন প্রধান লক্ষ্যবস্তু।

Please Share This Post in Your Social Media

বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০
বিজ্ঞাপন: ওয়েব ডিজাইন ও ডেভেলপমেন্ট এর জন্য যোগাযোগ করুন: ০১৮২৪৯০৯০১০

ইউক্রেনের হামলায় রাশিয়ার বেলগোরদে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট

আপডেট: ০৯:৪৪:২৪ অপরাহ্ন, সোমবার, ৬ অক্টোবর ২০২৫

রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় বেলগোরদ অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর হামলায় ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয় গভর্নর ভিয়াচেস্লাভ গ্লাদকভ।

রোববার টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তিনি জানান, সন্ধ্যা পর্যন্ত প্রায় ৪০ হাজার বাসিন্দা বিদ্যুৎবিহীন অবস্থায় ছিলেন। গুরুত্বপূর্ণ সেবাগুলোর মধ্যে হাসপাতালগুলো জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ অব্যাহত রেখেছে।

গভর্নর আরও জানান, গত ২৪ ঘণ্টায় ইউক্রেনীয় ড্রোন হামলায় অন্তত তিনজন আহত হয়েছেন, যাদের মধ্যে একজন মাত্র ১০ বছর বয়সি শিশু।

অন্যদিকে, ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন, রুশ বাহিনীর পাল্টা হামলায় পোল্যান্ড সীমান্তের কাছের লভিভ শহরে বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। এ হামলায় চারজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে তাদের দাবি।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, তাদের বাহিনী ইউক্রেনের অস্ত্র কারখানা ও সংশ্লিষ্ট জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে। মস্কোর দাবি, তাদের হামলার লক্ষ্য কখনোই বেসামরিক জনগণ নয়।

উল্লেখ্য, রাশিয়া ২০২২ সালের শরৎকাল থেকে নিয়মিতভাবে ইউক্রেনের জ্বালানি স্থাপনাগুলোর ওপর হামলা চালিয়ে আসছে। সে বছরের অক্টোবরে ক্রিমিয়া সেতুতে ইউক্রেনীয় হামলার পর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দিয়েছিলেন— ইউক্রেনের জ্বালানি অবকাঠামোই হবে রুশ সেনার নতুন প্রধান লক্ষ্যবস্তু।