০৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

সাঁথিয়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১০

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৩২:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
  • / ৬৯
📍 পাবনা প্রতিনিধি

পাবনার সাঁথিয়া উপজেলায় যাত্রীবাহী বাস ও পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (৪ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের পূর্ব বনগ্রাম এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা পাবনাগামী ‘পাবনা এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সোনা মসজিদগামী পাথরবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারান এবং আরও অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

বাসের যাত্রীরা অভিযোগ করেন, বাস চালক ঘুমন্ত অবস্থায় ছিলেন, যার ফলেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে এবং আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে পাঠায়। নিহতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন– পাবনার সুজানগর উপজেলার শান্তিপুর এলাকার মৃত হাসেম মোল্লার ছেলে আবেদ আলী এবং আতাইকুলা কারিগর পাড়ার মৃত ইদাদ আলীর ছেলে মুনছুর আলী। অপর নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে মাথপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মুস্তাফিজুর রহমান বলেন, “বাসটি পূর্ব বনগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান এবং আরও ১০ জন আহত হন। ট্রাক ও বাস দুটিই জব্দ করা হয়েছে। দুর্ঘটনার তদন্ত চলছে।”

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে স্বাভাবিক করে তোলে।

Please Share This Post in Your Social Media

সাঁথিয়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ১০

আপডেট: ১০:৩২:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫
📍 পাবনা প্রতিনিধি

পাবনার সাঁথিয়া উপজেলায় যাত্রীবাহী বাস ও পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। শুক্রবার (৪ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের পূর্ব বনগ্রাম এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ থেকে ছেড়ে আসা পাবনাগামী ‘পাবনা এক্সপ্রেস’ নামের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সোনা মসজিদগামী পাথরবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন প্রাণ হারান এবং আরও অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

বাসের যাত্রীরা অভিযোগ করেন, বাস চালক ঘুমন্ত অবস্থায় ছিলেন, যার ফলেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে এবং আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে পাঠায়। নিহতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন– পাবনার সুজানগর উপজেলার শান্তিপুর এলাকার মৃত হাসেম মোল্লার ছেলে আবেদ আলী এবং আতাইকুলা কারিগর পাড়ার মৃত ইদাদ আলীর ছেলে মুনছুর আলী। অপর নিহত ব্যক্তির নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে মাথপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মুস্তাফিজুর রহমান বলেন, “বাসটি পূর্ব বনগ্রাম এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান এবং আরও ১০ জন আহত হন। ট্রাক ও বাস দুটিই জব্দ করা হয়েছে। দুর্ঘটনার তদন্ত চলছে।”

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে স্বাভাবিক করে তোলে।