০৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

জুলাইয়ে বাড়বে নাকি কমবে এলপিজির দাম; জানা যাবে আজ বিকেলে

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৩৫:২১ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • / ৫৬

জুলাই মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম বাড়বে নাকি কমবে—এই প্রশ্নের উত্তর মিলবে আজ (বুধবার, ২ জুলাই)। বিকেল ৩টায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক মাসের জন্য নতুন দর ঘোষণা করবে।

বিইআরসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সৌদি আরামকো প্রকাশিত সৌদি সিপি (Contract Price) অনুযায়ী জুলাই মাসের জন্য এলপিজির দাম সমন্বয় করা হবে। নতুন দাম কার্যকর হবে রাত ১২টা থেকে।

  • ১২ কেজি সিলিন্ডারের এলপিজি: ২৮ টাকা কমিয়ে নির্ধারিত হয় ১,৪০৩ টাকা

  • অটোগ্যাস প্রতি লিটার: ১.২৭ টাকা কমে ৬৪.৩০ টাকা

📊 গত বছরের দাম বিশ্লেষণ (২০২৪):

    • দাম বাড়ানো হয় ৭ বার: জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর

    • দাম কমানো হয় ৪ বার: এপ্রিল, মে, জুন, নভেম্বর

    • অপরিবর্তিত ছিল ডিসেম্বর

  •  চলতি বছরের জুন মাসে দাম অপরিবর্তিত ছিল

আজ যে বিষয়গুলোর ওপর প্রভাব পড়বে:

  • আন্তর্জাতিক বাজারে সৌদি সিপি মূল্য

  • ডলারের বিনিময় হার

  • জাহাজভাড়া ও ডিস্ট্রিবিউশন খরচ

  • ভোক্তাদের চাহিদা ও সরবরাহ চক্র

এলপিজি ও অটোগ্যাসের মূল্য পরিবর্তন সরাসরি প্রভাব ফেলে রান্নার খরচ, পরিবহন ব্যয় এবং জীবনযাত্রার মানে। তাই এই আপডেট জানা গুরুত্বপূর্ণ।

Please Share This Post in Your Social Media

জুলাইয়ে বাড়বে নাকি কমবে এলপিজির দাম; জানা যাবে আজ বিকেলে

আপডেট: ১০:৩৫:২১ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫

জুলাই মাসে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম বাড়বে নাকি কমবে—এই প্রশ্নের উত্তর মিলবে আজ (বুধবার, ২ জুলাই)। বিকেল ৩টায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক মাসের জন্য নতুন দর ঘোষণা করবে।

বিইআরসি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সৌদি আরামকো প্রকাশিত সৌদি সিপি (Contract Price) অনুযায়ী জুলাই মাসের জন্য এলপিজির দাম সমন্বয় করা হবে। নতুন দাম কার্যকর হবে রাত ১২টা থেকে।

  • ১২ কেজি সিলিন্ডারের এলপিজি: ২৮ টাকা কমিয়ে নির্ধারিত হয় ১,৪০৩ টাকা

  • অটোগ্যাস প্রতি লিটার: ১.২৭ টাকা কমে ৬৪.৩০ টাকা

📊 গত বছরের দাম বিশ্লেষণ (২০২৪):

    • দাম বাড়ানো হয় ৭ বার: জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর

    • দাম কমানো হয় ৪ বার: এপ্রিল, মে, জুন, নভেম্বর

    • অপরিবর্তিত ছিল ডিসেম্বর

  •  চলতি বছরের জুন মাসে দাম অপরিবর্তিত ছিল

আজ যে বিষয়গুলোর ওপর প্রভাব পড়বে:

  • আন্তর্জাতিক বাজারে সৌদি সিপি মূল্য

  • ডলারের বিনিময় হার

  • জাহাজভাড়া ও ডিস্ট্রিবিউশন খরচ

  • ভোক্তাদের চাহিদা ও সরবরাহ চক্র

এলপিজি ও অটোগ্যাসের মূল্য পরিবর্তন সরাসরি প্রভাব ফেলে রান্নার খরচ, পরিবহন ব্যয় এবং জীবনযাত্রার মানে। তাই এই আপডেট জানা গুরুত্বপূর্ণ।