০৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

দেবিদ্বারে ৬ ভরি সোনা ও ১০ লক্ষ টাকা নিয়ে উদাও স্ত্রী ; দিশেহারা মালেশিয়া প্রবাসী

ডেস্ক নিউজ
  • আপডেট: ১০:২৬:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫
  • / ৬৮

মো: তোফায়েল আহমেদ, কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড়শালঘর গ্রামের মালয়েশিয়া প্রবাসী এক স্বামীর স্বপ্ন ও বিশ্বাস চুরমার করে দিয়ে ৬ ভরি সোনা ও নগদ ১০ লক্ষ টাকা নিয়ে পলাতক হয়েছেন তার স্ত্রী রাশিদা আক্তার।

স্থানীয় ভাবে জানা যায়, ১৫ বছরের সংসার জীবনের ইতি টানেন একই উপজেলার মহেশপুর গ্রামের গুনারা বাড়ীর রবি মিয়ার ছেলে রইজ উদ্দিনের মেয়ে রাশিদা আক্তার। চলতি বছরের ২০ শে জানুয়ারি-২০২৫ রাতে রড়শালঘর গ্রামের হানিফ মিয়া নামে এক মালেশিয়া প্রবাসীকে নিঃশ্ব করে প্রেমিকের হাত ধরে পালিয়ে যায়৷ রাশিদা আক্তার পরকীয়া প্রেমে সফল হলেও পুরোপুরি আর্থিক ও মানসিক ভাবে বিধ্বস্ত করে দেয় হানিফ মিয়ার পুরো পরিবারকে।

প্রবাস জীবনের সকল সঞ্চয়ের টাকা বিশ্বাস করে তোলে দেন স্ত্রীর হাতে, স্ত্রীর নামে কিনেন জমি। হঠাৎ করে স্ত্রীর মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে জানা যায়, তিনি বাড়ি থেকে সকল স্বর্ণালংকার ও ১০ লক্ষ টাকা নিয়ে অজ্ঞাত স্থানে পালিয়ে গেছেন। স্থানীয়দের বরাতে জানা যায় পরকীয়া প্রেমিকের সাথেই আছে সে। বর্তমানে তার বাবা মা পরিবার সহ বড় শালঘর ইউনিয়নের সংচাইল গ্রামের দক্ষিণপাড়া মসজিদের পাশে বসবাস করেন।

প্রবাসি হানিফ মিয়া সাংবাদিকদের জানান,বাবা মায়ের থেকে বিচ্ছিন্ন হয়ে স্ত্রী রাশিদার হাত ধরে সারা জীবন একসাথে থাকার স্বপ্ন ছিল, জীবনের সকল অর্থ সঞ্চয় তুলে দিয়েছি তার হাতে। আমার নিজের নামে জমি না কিনে রাশিদা নামে কিনেছি কিন্তু রাশিদা আমার সরল বিশ্বাসের সুযোগ নিয়ে আমার টাকায় কেনা জমি তার নিজের নামে করে অন্য জায়গায় বিক্রি করে দিয়েছে। কি দোষ করেছি আমি,আমি আপনাদের মাধ্যমে তার বিচার চাই। প্রবাসী হয় কি আমার জীবনের সবচেয়ে বড় ভুল, সে চলে গেছে তাতে আমার কোন দুঃখ নেই সে ভালো থাকুক, কিন্তু আমার টাকা ও গয়না আমি ফেরত চাই।

এ বিষয়ে জানতে রাশিদার বাড়িতে গেলে বাড়ীর গেইট খুলতে নারাজ তার পরিবার।

তবে সুশীল সমাজের দাবি যেহেতু প্রবাসী হানিফ দীর্ঘদিন মালয়েশিয়ায় থেকে তার সকল অর্থ সম্পদ স্ত্রীকে দিয়েছে , তাই সামাজিকভাবে হোক আর আইনিভাবেই হোক ঐ অর্থ হানিফ কি ফিরিয়ে দেওয়া তার সাবেক স্ত্রীর দায়িত্ব। যদি তারা আপোষে না আসে আইন শৃঙ্খলা সহযোগিতায় তাকে ধরিয়ে দিন।

Please Share This Post in Your Social Media

দেবিদ্বারে ৬ ভরি সোনা ও ১০ লক্ষ টাকা নিয়ে উদাও স্ত্রী ; দিশেহারা মালেশিয়া প্রবাসী

আপডেট: ১০:২৬:১৫ পূর্বাহ্ন, বুধবার, ২ জুলাই ২০২৫

মো: তোফায়েল আহমেদ, কুমিল্লা প্রতিনিধিঃ

কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড়শালঘর গ্রামের মালয়েশিয়া প্রবাসী এক স্বামীর স্বপ্ন ও বিশ্বাস চুরমার করে দিয়ে ৬ ভরি সোনা ও নগদ ১০ লক্ষ টাকা নিয়ে পলাতক হয়েছেন তার স্ত্রী রাশিদা আক্তার।

স্থানীয় ভাবে জানা যায়, ১৫ বছরের সংসার জীবনের ইতি টানেন একই উপজেলার মহেশপুর গ্রামের গুনারা বাড়ীর রবি মিয়ার ছেলে রইজ উদ্দিনের মেয়ে রাশিদা আক্তার। চলতি বছরের ২০ শে জানুয়ারি-২০২৫ রাতে রড়শালঘর গ্রামের হানিফ মিয়া নামে এক মালেশিয়া প্রবাসীকে নিঃশ্ব করে প্রেমিকের হাত ধরে পালিয়ে যায়৷ রাশিদা আক্তার পরকীয়া প্রেমে সফল হলেও পুরোপুরি আর্থিক ও মানসিক ভাবে বিধ্বস্ত করে দেয় হানিফ মিয়ার পুরো পরিবারকে।

প্রবাস জীবনের সকল সঞ্চয়ের টাকা বিশ্বাস করে তোলে দেন স্ত্রীর হাতে, স্ত্রীর নামে কিনেন জমি। হঠাৎ করে স্ত্রীর মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে জানা যায়, তিনি বাড়ি থেকে সকল স্বর্ণালংকার ও ১০ লক্ষ টাকা নিয়ে অজ্ঞাত স্থানে পালিয়ে গেছেন। স্থানীয়দের বরাতে জানা যায় পরকীয়া প্রেমিকের সাথেই আছে সে। বর্তমানে তার বাবা মা পরিবার সহ বড় শালঘর ইউনিয়নের সংচাইল গ্রামের দক্ষিণপাড়া মসজিদের পাশে বসবাস করেন।

প্রবাসি হানিফ মিয়া সাংবাদিকদের জানান,বাবা মায়ের থেকে বিচ্ছিন্ন হয়ে স্ত্রী রাশিদার হাত ধরে সারা জীবন একসাথে থাকার স্বপ্ন ছিল, জীবনের সকল অর্থ সঞ্চয় তুলে দিয়েছি তার হাতে। আমার নিজের নামে জমি না কিনে রাশিদা নামে কিনেছি কিন্তু রাশিদা আমার সরল বিশ্বাসের সুযোগ নিয়ে আমার টাকায় কেনা জমি তার নিজের নামে করে অন্য জায়গায় বিক্রি করে দিয়েছে। কি দোষ করেছি আমি,আমি আপনাদের মাধ্যমে তার বিচার চাই। প্রবাসী হয় কি আমার জীবনের সবচেয়ে বড় ভুল, সে চলে গেছে তাতে আমার কোন দুঃখ নেই সে ভালো থাকুক, কিন্তু আমার টাকা ও গয়না আমি ফেরত চাই।

এ বিষয়ে জানতে রাশিদার বাড়িতে গেলে বাড়ীর গেইট খুলতে নারাজ তার পরিবার।

তবে সুশীল সমাজের দাবি যেহেতু প্রবাসী হানিফ দীর্ঘদিন মালয়েশিয়ায় থেকে তার সকল অর্থ সম্পদ স্ত্রীকে দিয়েছে , তাই সামাজিকভাবে হোক আর আইনিভাবেই হোক ঐ অর্থ হানিফ কি ফিরিয়ে দেওয়া তার সাবেক স্ত্রীর দায়িত্ব। যদি তারা আপোষে না আসে আইন শৃঙ্খলা সহযোগিতায় তাকে ধরিয়ে দিন।