০৮:০১ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

শেকৃবিতে তিনদিনব্যাপী জাতীয় আলোকচিত্র প্রদর্শনী সম্পন্ন

ডেস্ক নিউজ
  • আপডেট: ১১:৫৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • / ৬১

নিজস্ব প্রতিবেদক: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি (SAUPS)-এর আয়োজনে তিনদিনব্যাপী জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী “Life Through The Lens গতকাল বিকেলে শেষ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের কমিউনিটি হলে আয়োজিত সমাপনী অনুসঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আবদুল লতিফ।

সারা দেশের তরুণ ও উদীয়মান আলোকচিত্রীদের সৃজনশীল ছবির মিলনমেলা হয়ে উউঠেছিল এবারের আয়োজন। প্রতিযোগিতার জন্য জমা পড়া ৩৮০৪টি ছবির মধ্য থেকে বাছাই করা হয়েছে শতাধিক সেরা আলোকচিত্র, যেগুলো প্রদর্শনীতে স্থান পেয়েছে। অংশগ্রহণকারীদের ছবি তুলে ধরা হয়েছে চারটি ভিন্ন ভিন্ন বিভাগে—Single Photos (উন্মুক্ত বিষয়বস্তু), Photo Story (গল্পভিত্তিক), Agriculture & Nature (কৃষি ও প্রকৃতি), এবং SAUPS সদস্যদের জন্য July Corner (জুলাই আন্দোলনভিত্তিক)।

আয়োজকরা জানিয়েছেন, “Let’s Speak Through Photographs” স্লোগান ধারণ করে এই প্রদর্শনী শুধু ছবি নয়, বরং প্রতিটি ফ্রেমের মধ্য দিয়ে একটি গল্প বলবে। সৃজনশীল আলোকচিত্রীদের জন্য এটি হয়ে উঠবে একটি জাতীয় পর্যায়ের পরিচিতি ও অনুপ্রেরণার প্ল্যাটফর্ম।

অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Please Share This Post in Your Social Media

শেকৃবিতে তিনদিনব্যাপী জাতীয় আলোকচিত্র প্রদর্শনী সম্পন্ন

আপডেট: ১১:৫৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫

নিজস্ব প্রতিবেদক: শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফিক সোসাইটি (SAUPS)-এর আয়োজনে তিনদিনব্যাপী জাতীয় আলোকচিত্র প্রতিযোগিতা ও প্রদর্শনী “Life Through The Lens গতকাল বিকেলে শেষ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের কমিউনিটি হলে আয়োজিত সমাপনী অনুসঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আবদুল লতিফ।

সারা দেশের তরুণ ও উদীয়মান আলোকচিত্রীদের সৃজনশীল ছবির মিলনমেলা হয়ে উউঠেছিল এবারের আয়োজন। প্রতিযোগিতার জন্য জমা পড়া ৩৮০৪টি ছবির মধ্য থেকে বাছাই করা হয়েছে শতাধিক সেরা আলোকচিত্র, যেগুলো প্রদর্শনীতে স্থান পেয়েছে। অংশগ্রহণকারীদের ছবি তুলে ধরা হয়েছে চারটি ভিন্ন ভিন্ন বিভাগে—Single Photos (উন্মুক্ত বিষয়বস্তু), Photo Story (গল্পভিত্তিক), Agriculture & Nature (কৃষি ও প্রকৃতি), এবং SAUPS সদস্যদের জন্য July Corner (জুলাই আন্দোলনভিত্তিক)।

আয়োজকরা জানিয়েছেন, “Let’s Speak Through Photographs” স্লোগান ধারণ করে এই প্রদর্শনী শুধু ছবি নয়, বরং প্রতিটি ফ্রেমের মধ্য দিয়ে একটি গল্প বলবে। সৃজনশীল আলোকচিত্রীদের জন্য এটি হয়ে উঠবে একটি জাতীয় পর্যায়ের পরিচিতি ও অনুপ্রেরণার প্ল্যাটফর্ম।

অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।