০৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ভয়াবহ বাস দুর্ঘটনা: নিহত ৪, আহত ১৫

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৯:২৭:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • / ৬০

ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। দুর্ঘটনাটি ঘটেছে শনিবার (২৮ জুন) ভোররাতে এক্সপ্রেসওয়ের সিংপাড়া-নওয়াপাড়া ও হাসাড়া ব্রিজ-২ এর মধ্যবর্তী স্থানে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ সফিকুল ইসলাম। তিনি জানান, যশোর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি নৈশকোচ (হামদান এক্সপ্রেস) চলন্ত একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে উভয় যানবাহনই এক্সপ্রেসওয়ের সড়ক দ্বীপের রেলিংয়ে গিয়ে ধাক্কা খায়। এতে কোচ ও ট্রাক দুটোই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

তিনি আরও বলেন, ঘটনাস্থলেই দুজন নিহত হন। পরে আরও দুজন হাসপাতালে নেওয়ার পর মারা যান। আহতদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

দুর্ঘটনার পরপরই হাইওয়ে পুলিশ, স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিস এবং উদ্ধারকারী দল একযোগে উদ্ধার তৎপরতা চালায়। আহতদের স্থানীয় হাসপাতাল এবং ঢাকার বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সড়ক দুর্ঘটনার কারণে কিছু সময় এক্সপ্রেসওয়ের ওই অংশে যান চলাচলে বিঘ্ন ঘটে। তবে পুলিশ দ্রুততার সঙ্গে যানজট নিরসন করে এবং স্বাভাবিক চলাচল নিশ্চিত করে।

এ ঘটনায় গভীর শোক জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে হাইওয়ে পুলিশ।

Please Share This Post in Your Social Media

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ভয়াবহ বাস দুর্ঘটনা: নিহত ৪, আহত ১৫

আপডেট: ০৯:২৭:২৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। দুর্ঘটনাটি ঘটেছে শনিবার (২৮ জুন) ভোররাতে এক্সপ্রেসওয়ের সিংপাড়া-নওয়াপাড়া ও হাসাড়া ব্রিজ-২ এর মধ্যবর্তী স্থানে।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ সফিকুল ইসলাম। তিনি জানান, যশোর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি নৈশকোচ (হামদান এক্সপ্রেস) চলন্ত একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে উভয় যানবাহনই এক্সপ্রেসওয়ের সড়ক দ্বীপের রেলিংয়ে গিয়ে ধাক্কা খায়। এতে কোচ ও ট্রাক দুটোই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়।

তিনি আরও বলেন, ঘটনাস্থলেই দুজন নিহত হন। পরে আরও দুজন হাসপাতালে নেওয়ার পর মারা যান। আহতদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। নিহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

দুর্ঘটনার পরপরই হাইওয়ে পুলিশ, স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিস এবং উদ্ধারকারী দল একযোগে উদ্ধার তৎপরতা চালায়। আহতদের স্থানীয় হাসপাতাল এবং ঢাকার বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সড়ক দুর্ঘটনার কারণে কিছু সময় এক্সপ্রেসওয়ের ওই অংশে যান চলাচলে বিঘ্ন ঘটে। তবে পুলিশ দ্রুততার সঙ্গে যানজট নিরসন করে এবং স্বাভাবিক চলাচল নিশ্চিত করে।

এ ঘটনায় গভীর শোক জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে হাইওয়ে পুলিশ।