০৬:৫২ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫

ইন্টারনেট বিচ্ছিন্নতায় ৬০ ঘণ্টা ধরে বিশ্ব থেকে কার্যত বিচ্ছিন্ন ইরান

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৫৯:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
  • / ৬৮

ফাইল ছবি।

📍 আন্তর্জাতিক ডেস্ক |বর্তমান কথা 

ইরান বিশ্বব্যাপী ইন্টারনেট সংযোগ থেকে টানা ৬০ ঘণ্টা বিচ্ছিন্ন রয়েছে। শুক্রবার (২১ জুন) নেটব্লকস (NetBlocks) নামক ইন্টারনেট নজরদারি সংস্থা এই তথ্য নিশ্চিত করেছে। ইন্টারনেট বিচ্ছিন্নতার ফলে ইরানের সাধারণ মানুষ রাজনৈতিক মতপ্রকাশ, অবাধ যোগাযোগ ও নিরাপত্তাবিষয়ক সতর্কতা অনুসরণে মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছেন।

নেটব্লকস তাদের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে লিখেছে,

নেটব্লকসের পর্যবেক্ষণ অনুযায়ী, এটি একটি “প্রায় সম্পূর্ণ জাতীয় ইন্টারনেট ব্ল্যাকআউট”। এর আগে, ১৯ জুন টাইমস অব ইসরাইল জানিয়েছিল, ইরান অন্তত ১২ ঘণ্টা ধরে ইন্টারনেট বিচ্ছিন্ন ছিল।

বিশ্লেষকরা ধারণা করছেন, ইরান সরকার ইচ্ছাকৃতভাবে এই সংযোগ বিচ্ছিন্নতা সৃষ্টি করেছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরাইলি সাইবার হামলা থেকে গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষা করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে, চলমান ইসরাইল-ইরান সংঘাতের প্রেক্ষাপটে ইন্টারনেট বিচ্ছিন্নতা নতুন মাত্রা যোগ করেছে। গত ১৩ জুন থেকে ইসরাইল একের পর এক হামলা চালাচ্ছে ইরানের বিভিন্ন অঞ্চলে, যার মধ্যে রয়েছে পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলো। এর জবাবে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে।

এই পাল্টাপাল্টি হামলায় ইতোমধ্যেই উভয় পক্ষের বহু মানুষ হতাহত হয়েছেন। ইসরাইলে বিমান হামলার আশঙ্কায় সাধারণ মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছে। এমন এক জটিল পরিস্থিতিতে ইরানে ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ায় আন্তর্জাতিক যোগাযোগ এবং অভ্যন্তরীণ তথ্যপ্রবাহ ভয়াবহভাবে ব্যাহত হচ্ছে।

বিশ্বজুড়ে মানবাধিকার সংস্থাগুলো এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে এবং ইরান সরকারের প্রতি নাগরিকদের ডিজিটাল অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

ইন্টারনেট বিচ্ছিন্নতায় ৬০ ঘণ্টা ধরে বিশ্ব থেকে কার্যত বিচ্ছিন্ন ইরান

আপডেট: ১০:৫৯:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
📍 আন্তর্জাতিক ডেস্ক |বর্তমান কথা 

ইরান বিশ্বব্যাপী ইন্টারনেট সংযোগ থেকে টানা ৬০ ঘণ্টা বিচ্ছিন্ন রয়েছে। শুক্রবার (২১ জুন) নেটব্লকস (NetBlocks) নামক ইন্টারনেট নজরদারি সংস্থা এই তথ্য নিশ্চিত করেছে। ইন্টারনেট বিচ্ছিন্নতার ফলে ইরানের সাধারণ মানুষ রাজনৈতিক মতপ্রকাশ, অবাধ যোগাযোগ ও নিরাপত্তাবিষয়ক সতর্কতা অনুসরণে মারাত্মকভাবে বাধাগ্রস্ত হচ্ছেন।

নেটব্লকস তাদের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে লিখেছে,

নেটব্লকসের পর্যবেক্ষণ অনুযায়ী, এটি একটি “প্রায় সম্পূর্ণ জাতীয় ইন্টারনেট ব্ল্যাকআউট”। এর আগে, ১৯ জুন টাইমস অব ইসরাইল জানিয়েছিল, ইরান অন্তত ১২ ঘণ্টা ধরে ইন্টারনেট বিচ্ছিন্ন ছিল।

বিশ্লেষকরা ধারণা করছেন, ইরান সরকার ইচ্ছাকৃতভাবে এই সংযোগ বিচ্ছিন্নতা সৃষ্টি করেছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরাইলি সাইবার হামলা থেকে গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষা করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে, চলমান ইসরাইল-ইরান সংঘাতের প্রেক্ষাপটে ইন্টারনেট বিচ্ছিন্নতা নতুন মাত্রা যোগ করেছে। গত ১৩ জুন থেকে ইসরাইল একের পর এক হামলা চালাচ্ছে ইরানের বিভিন্ন অঞ্চলে, যার মধ্যে রয়েছে পারমাণবিক ও সামরিক স্থাপনাগুলো। এর জবাবে ইরান ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে।

এই পাল্টাপাল্টি হামলায় ইতোমধ্যেই উভয় পক্ষের বহু মানুষ হতাহত হয়েছেন। ইসরাইলে বিমান হামলার আশঙ্কায় সাধারণ মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছে। এমন এক জটিল পরিস্থিতিতে ইরানে ইন্টারনেট বন্ধ হয়ে যাওয়ায় আন্তর্জাতিক যোগাযোগ এবং অভ্যন্তরীণ তথ্যপ্রবাহ ভয়াবহভাবে ব্যাহত হচ্ছে।

বিশ্বজুড়ে মানবাধিকার সংস্থাগুলো এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে এবং ইরান সরকারের প্রতি নাগরিকদের ডিজিটাল অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে।