০৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
২৮ জুন চরমোনাই মহাসমাবেশ: নির্বাচন পদ্ধতি সংস্কারের ডাক

২৮ জুন চরমোনাই পীর সাহেবের মহাসমাবেশ জনসমুদ্রে রূপ নেবে: মাওলানা জাকারিয়া

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:৪৪:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
  • / ১০৫

islami-andolon

আগামী ২৮ জুন ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য পীর সাহেব চরমোনাইয়ের মহাসমাবেশ জনতার মহাসমুদ্রে রূপ নেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মাওলানা এবিএম জাকারিয়া

শনিবার গাজীপুরের কাপাসিয়ায় উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত দায়িত্বশীলদের তারবিয়াত ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন,

“স্বাধীনতার ৫৪ বছরে এই দেশে যেভাবে নির্বাচন হয়েছে, তাতে জনগণের শতভাগ মতামত প্রতিফলিত হয়নি। কালো টাকা, পেশিশক্তি ও অবৈধ অস্ত্র দিয়ে নির্বাচনের নামে প্রহসন হয়েছে। তাই ২৪ পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে পদ্ধতির আমূল পরিবর্তন সময়ের দাবি।

সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির (PR System) কথা উল্লেখ করে মাওলানা জাকারিয়া বলেন, বিশ্বের ৯১টি দেশ যেখানে এই পদ্ধতি অনুসরণ করে, সেখানে বাংলাদেশেও অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য এটি বাস্তবায়ন জরুরি।

সভায় তিনি আরও বলেন,

“বিগত ১৬ বছরে দেশের পাচার হওয়া অর্থ ফিরিয়ে এনে অভ্যুত্থানে নিহত শহীদের পরিবার পুনর্বাসন করতে হবে। পাশাপাশি জুলাই মাসে রূপকল্প ঘোষণা ও প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন আয়োজন করতে হবে।”

সভায় সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি মাওলানা কাজীম উদ্দিন, সঞ্চালনায় ছিলেন উপজেলা সেক্রেটারি মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলার সিনিয়র সহসভাপতি মুহম্মদ আল আমিন, হাজী আজহারউদ্দিন, আব্দুল মতিন এবং ইঞ্জিনিয়ার এহতেশামুল হক পাঠান।

মুহম্মদ আল আমিন বলেন,

“গাজীপুর কাপাসিয়ার ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে। ইসলামী বাংলাদেশ গঠনে নেতৃত্ব দিতে হবে আমাদের।”

সমাবেশ সফল করতে ইসলামী আন্দোলন ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।

Please Share This Post in Your Social Media

২৮ জুন চরমোনাই মহাসমাবেশ: নির্বাচন পদ্ধতি সংস্কারের ডাক

২৮ জুন চরমোনাই পীর সাহেবের মহাসমাবেশ জনসমুদ্রে রূপ নেবে: মাওলানা জাকারিয়া

আপডেট: ১০:৪৪:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫

আগামী ২৮ জুন ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য পীর সাহেব চরমোনাইয়ের মহাসমাবেশ জনতার মহাসমুদ্রে রূপ নেবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মাওলানা এবিএম জাকারিয়া

শনিবার গাজীপুরের কাপাসিয়ায় উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত দায়িত্বশীলদের তারবিয়াত ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন,

“স্বাধীনতার ৫৪ বছরে এই দেশে যেভাবে নির্বাচন হয়েছে, তাতে জনগণের শতভাগ মতামত প্রতিফলিত হয়নি। কালো টাকা, পেশিশক্তি ও অবৈধ অস্ত্র দিয়ে নির্বাচনের নামে প্রহসন হয়েছে। তাই ২৪ পরবর্তী নতুন বাংলাদেশ বিনির্মাণে পদ্ধতির আমূল পরিবর্তন সময়ের দাবি।

সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতির (PR System) কথা উল্লেখ করে মাওলানা জাকারিয়া বলেন, বিশ্বের ৯১টি দেশ যেখানে এই পদ্ধতি অনুসরণ করে, সেখানে বাংলাদেশেও অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য এটি বাস্তবায়ন জরুরি।

সভায় তিনি আরও বলেন,

“বিগত ১৬ বছরে দেশের পাচার হওয়া অর্থ ফিরিয়ে এনে অভ্যুত্থানে নিহত শহীদের পরিবার পুনর্বাসন করতে হবে। পাশাপাশি জুলাই মাসে রূপকল্প ঘোষণা ও প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন আয়োজন করতে হবে।”

সভায় সভাপতিত্ব করেন উপজেলা সভাপতি মাওলানা কাজীম উদ্দিন, সঞ্চালনায় ছিলেন উপজেলা সেক্রেটারি মো. সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলার সিনিয়র সহসভাপতি মুহম্মদ আল আমিন, হাজী আজহারউদ্দিন, আব্দুল মতিন এবং ইঞ্জিনিয়ার এহতেশামুল হক পাঠান।

মুহম্মদ আল আমিন বলেন,

“গাজীপুর কাপাসিয়ার ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে। ইসলামী বাংলাদেশ গঠনে নেতৃত্ব দিতে হবে আমাদের।”

সমাবেশ সফল করতে ইসলামী আন্দোলন ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।