১০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

প্রচারণা ছাড়া নাটক প্রকাশে ক্ষুব্ধ নিলয় আলমগীর

নিউজ ডেস্ক
  • আপডেট: ১০:২১:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
  • / ৫০

Niloy_Alomgir

বিনোদন প্রতিবেদক //

ঈদের বিশেষ নাটক নিয়ে সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। সম্প্রতি দীপ্ত টিভির ইউটিউব চ্যানেলে নাটক ‘আপন পর’ মুক্তি পায়, যেখানে নিলয়ের বিপরীতে অভিনয় করেছেন হিমি। কিন্তু নাটকটি ইউটিউবে প্রকাশ করার আগে কোনো ধরনের আগাম প্রচারণা বা সংশ্লিষ্ট শিল্পীদের অবহিত না করায় অসন্তোষ প্রকাশ করেছেন নিলয়।

গত ১৩ জুন (শুক্রবার) নাটকটি ইউটিউবে মুক্তি পাওয়ার পরপরই নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে নিলয় লেখেন,

“দীপ্ত টিভির ইউটিউব চ্যানেলে আমার একটি নাটক রিলিজ হয়েছে আজকে। কিন্তু রিলিজের ব্যাপারে আমরা কোনো আর্টিস্ট জানি না, পরিচালক নিজেও জানেন না।”

তিনি আরও লেখেন,

“যেহেতু ডিজিটাল প্ল্যাটফর্মে রিলিজ হয়েছে, তাহলে নিশ্চয়ই কিছু প্রচার-প্রচারণার দরকার ছিল। কিন্তু দীপ্ত টিভির হয়তো সেটির দরকার নেই!”

এই মন্তব্যের মাধ্যমে তিনি চ্যানেলটির ডিজিটাল বিভাগের অব্যবস্থাপনার দিকেও অভিযোগের আঙুল তোলেন।

নিলয়ের ফেসবুক পোস্টে মন্তব্য করে অনেকে নাটকটির প্রচারের কৌশল হিসেবেই পোস্টটিকে দেখছেন। কেউ কেউ লিখেছেন—

“এটাই তো আপনার নাটকের প্রচারণার সেরা স্ট্র্যাটেজি!”
আবার কেউ লিখেছেন,
“যেখানে নাটকের ভিউ দ্রুত বাড়ছে, সেখানে ক্ষোভ কেন?”

নাটকটি ইউটিউবে উন্মুক্ত হওয়ার পরপরই দর্শক সংখ্যা লক্ষণীয়ভাবে বেড়েছে বলে জানা গেছে।

এই বিষয়ে দীপ্ত টিভির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। তবে মিডিয়া সংশ্লিষ্টদের মতে, ঈদকেন্দ্রিক প্রচুর কনটেন্ট একসঙ্গে মুক্তি পাওয়ায় প্রচার ও সমন্বয়ে ঘাটতি হতে পারে।

নাটকটি মূলত পারিবারিক টানাপোড়েন ও সম্পর্কের দ্বন্দ্ব নিয়ে নির্মিত। দর্শকপ্রিয় অভিনেতা-অভিনেত্রী থাকার ফলে দর্শকদের আগ্রহ ছিল বেশ। তবে প্রচারণা ছাড়া রিলিজ হওয়ায় এই আলোচনা এখন নতুন মাত্রা পেয়েছে।

Please Share This Post in Your Social Media

প্রচারণা ছাড়া নাটক প্রকাশে ক্ষুব্ধ নিলয় আলমগীর

আপডেট: ১০:২১:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
বিনোদন প্রতিবেদক //

ঈদের বিশেষ নাটক নিয়ে সামাজিক মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর। সম্প্রতি দীপ্ত টিভির ইউটিউব চ্যানেলে নাটক ‘আপন পর’ মুক্তি পায়, যেখানে নিলয়ের বিপরীতে অভিনয় করেছেন হিমি। কিন্তু নাটকটি ইউটিউবে প্রকাশ করার আগে কোনো ধরনের আগাম প্রচারণা বা সংশ্লিষ্ট শিল্পীদের অবহিত না করায় অসন্তোষ প্রকাশ করেছেন নিলয়।

গত ১৩ জুন (শুক্রবার) নাটকটি ইউটিউবে মুক্তি পাওয়ার পরপরই নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে নিলয় লেখেন,

“দীপ্ত টিভির ইউটিউব চ্যানেলে আমার একটি নাটক রিলিজ হয়েছে আজকে। কিন্তু রিলিজের ব্যাপারে আমরা কোনো আর্টিস্ট জানি না, পরিচালক নিজেও জানেন না।”

তিনি আরও লেখেন,

“যেহেতু ডিজিটাল প্ল্যাটফর্মে রিলিজ হয়েছে, তাহলে নিশ্চয়ই কিছু প্রচার-প্রচারণার দরকার ছিল। কিন্তু দীপ্ত টিভির হয়তো সেটির দরকার নেই!”

এই মন্তব্যের মাধ্যমে তিনি চ্যানেলটির ডিজিটাল বিভাগের অব্যবস্থাপনার দিকেও অভিযোগের আঙুল তোলেন।

নিলয়ের ফেসবুক পোস্টে মন্তব্য করে অনেকে নাটকটির প্রচারের কৌশল হিসেবেই পোস্টটিকে দেখছেন। কেউ কেউ লিখেছেন—

“এটাই তো আপনার নাটকের প্রচারণার সেরা স্ট্র্যাটেজি!”
আবার কেউ লিখেছেন,
“যেখানে নাটকের ভিউ দ্রুত বাড়ছে, সেখানে ক্ষোভ কেন?”

নাটকটি ইউটিউবে উন্মুক্ত হওয়ার পরপরই দর্শক সংখ্যা লক্ষণীয়ভাবে বেড়েছে বলে জানা গেছে।

এই বিষয়ে দীপ্ত টিভির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। তবে মিডিয়া সংশ্লিষ্টদের মতে, ঈদকেন্দ্রিক প্রচুর কনটেন্ট একসঙ্গে মুক্তি পাওয়ায় প্রচার ও সমন্বয়ে ঘাটতি হতে পারে।

নাটকটি মূলত পারিবারিক টানাপোড়েন ও সম্পর্কের দ্বন্দ্ব নিয়ে নির্মিত। দর্শকপ্রিয় অভিনেতা-অভিনেত্রী থাকার ফলে দর্শকদের আগ্রহ ছিল বেশ। তবে প্রচারণা ছাড়া রিলিজ হওয়ায় এই আলোচনা এখন নতুন মাত্রা পেয়েছে।