ঈদের ছুটির মাঝেও মাঠে প্রাণ; উপদেষ্টাদের গোলে কূটনীতিকদের হার
- আপডেট: ০৯:৫৫:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
- / ৫৫
স্পোর্টস ডেস্ক //
ঈদুল আজহার ছুটির রেশ এখনো কাটেনি দেশের ক্রীড়াঙ্গনে। তবে এই ছুটির মধ্যেই ঢাকার জাতীয় স্টেডিয়াম যেন হয়ে উঠেছিল কূটনৈতিক ও প্রশাসনিক বন্ধুত্বের অনন্য এক মিলনমেলা। সেখানে অনুষ্ঠিত হয় এক উল্লেখযোগ্য প্রীতি ফুটবল ম্যাচ, যেখানে মুখোমুখি হন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা এবং বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরা।
টিম অ্যাডভাইজারস ১-০ টিম ডিপ্লোম্যাটস
২০ মিনিটের দুই অর্ধে অনুষ্ঠিত এই প্রীতি ম্যাচে ২২ মিনিটে করা একমাত্র গোলেই জয় নিশ্চিত করে টিম অ্যাডভাইজারস। ম্যাচটি হয় বন্ধুত্বপূর্ণ হলেও ফুটবলীয় উত্তাপ ছিল চোখে পড়ার মতো।
টিম অ্যাডভাইজারসের হয়ে মাঠে নামেন—
-
ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া,
-
আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল,
-
বাফুফে সভাপতি তাবিথ আউয়াল।
অন্যদিকে টিম ডিপ্লোম্যাটসে ছিলেন—
-
স্প্যানিশ রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্টিয়াগা,
-
ইংল্যান্ড, যুক্তরাষ্ট্র, নরওয়ে, হল্যান্ড ও ডেনমার্ক দূতাবাসের একাধিক কর্মকর্তা।
ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন,
“সিঙ্গাপুর ম্যাচের সময় অনেক রাষ্ট্রদূত আসেন। সেখানেই এমন একটি খেলার কথা ওঠে। পরে আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যার উদ্যোগ নেন, সেখান থেকেই ম্যাচ আয়োজন।”
আইন উপদেষ্টা আসিফ নজরুল ম্যাচ শেষে বলেন,
“আমি সালাউদ্দিন ভাইয়ের অনেক ভক্ত। তবে আসিফ (ক্রীড়া উপদেষ্টা) ও তাবিথ (বাফুফে সভাপতি) যেভাবে ফুটবলের উন্নয়ন ঘটিয়েছেন, তা প্রশংসনীয়।”
তিনি আরও বলেন,
“ফুটবল আমাদের জাতীয় প্রাণ। ক্রিকেটকে ব্যবহার করে ফুটবলের অগ্রগতি এক সময় রুদ্ধ করা হয়েছিল। কিন্তু আমরা চেষ্টা করছি এই খেলার হারানো গৌরব ফিরিয়ে আনতে।”