ঈদের টানা ১০ দিন ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত
- আপডেট: ০৯:২৮:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৫ জুন ২০২৫
- / ৭৯
নিজস্ব প্রতিবেদক //
ঈদুল আজহার টানা ছুটি শেষে রোববার (১৬ জুন) খুলছে দেশের সব সরকারি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। ৭ জুন বাংলাদেশে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উদযাপনের পর শুরু হয় ছুটি। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য এটি ছিল টানা ১০ দিনের ছুটি, যা শেষ হলো ১৪ জুন (শুক্রবার)।
গণমাধ্যমে ঈদের ছুটি ছিল তুলনামূলক কম—সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াব-এর সিদ্ধান্ত অনুযায়ী, ৫ জুন থেকে শুরু হওয়া ছুটি শেষ হয় ৯ জুন।
ঈদের আগেই সরকারের পক্ষ থেকে ছুটির পরিপূর্ণ পরিকল্পনা ঘোষণা করা হয়। ৬ মে সচিবালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় ১১ ও ১২ জুন নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়। এ ছুটি পূরণ করতে ১৭ ও ২৪ মে (দুই শনিবার) সরকারি দপ্তরে কার্যক্রম চালু রাখা হয়। ফলে সরকারি কর্মচারীরা ঈদ উপলক্ষ্যে মোট ১০ দিনের পূর্ণ ছুটি ভোগ করেন।
এদিকে দীর্ঘ ছুটির পর আবারও সচিবালয়ে আন্দোলনে নামছে কর্মচারীদের দুটি বৃহৎ সংগঠন।
বৈষম্যবিরোধী কর্মচারী ঐক্য ফোরাম ১৬ জুন থেকে সচিবালয়ে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। সংগঠনের কার্যকরী সভাপতি ও সাবেক সচিব মো. আব্দুল খালেক জানিয়েছেন, “আরও বৃহৎ পরিসরে কর্মসূচি দেওয়া হবে। আমাদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”
অন্যদিকে, বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামও সরকারি চাকরি (সংশোধিত) অধ্যাদেশ-২৫ বাতিলসহ বিভিন্ন দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। সংগঠনের কো-চেয়ারম্যান মো. নূরুল ইসলাম যুগান্তরকে বলেন, “আজ (রোববার) ঈদের শুভেচ্ছা বিনিময়ের পর বিকালে আমরা পরবর্তী কর্মসূচি নির্ধারণ করব এবং গণমাধ্যমে জানাবো।”
সরকারি চাকরি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, বৈষম্যহীনতা এবং বিতর্কিত চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের দাবিতে এসব সংগঠনের দীর্ঘদিন ধরেই দাবি জানিয়ে আসছে। ঈদের পর আন্দোলনের এই নতুন পর্ব সরকারের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।