০৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

তারেক রহমান ও ড. মুহাম্মদ ইউনূসের একান্ত বৈঠক চলছে লন্ডনে

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৩:৫৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
  • / ৯৯

তারেক রহমান ও ড. মুহাম্মদ ইউনূস

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠনের গুঞ্জনের মাঝেই লন্ডনে অনুষ্ঠিত হচ্ছে গুরুত্বপূর্ণ এক রাজনৈতিক বৈঠক। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে একান্ত আলোচনা চলছে।

বাংলাদেশ সময় শুক্রবার (১৩ জুন) দুপুর ২টার দিকে লন্ডনের ডরচেস্টার হোটেলে এই বৈঠক শুরু হয়। এর কিছু সময় আগেই যুক্তরাজ্যের কিংস্টনের নিজ বাসা থেকে রওনা হন তারেক রহমান। দুপুর ১টার দিকে তিনি বাসা থেকে বের হন বলে বিএনপির মিডিয়া সেল নিশ্চিত করেছে।

হোটেলে পৌঁছালে তাকে স্বাগত জানান ড. ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম ও নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। এরপরই শুরু হয় এই বহুল প্রত্যাশিত ওয়ান টু ওয়ান বৈঠক।

বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেলের উদ্ধৃতি দিয়ে সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জানান, “এই বৈঠকটি সম্পূর্ণ একান্ত। শুরুতে দুই ঘণ্টার বৈঠক নির্ধারিত হলেও উভয়পক্ষের সম্মতিতে আলোচনার পরিধি ও সময় বাড়তেও পারে।”

বৈঠকে তারেক রহমানের সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

শায়রুল কবির আরও বলেন, “ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকেই এই বৈঠকে অংশ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে এই আলোচনা তাৎপর্যপূর্ণ বলে আমরা মনে করছি।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বৈঠক আগামী দিনের জাতীয় রাজনীতিতে বড় কোনো পরিবর্তনের বার্তা দিতে পারে। অন্তর্বর্তী সরকারের সম্ভাব্য রূপরেখা, নির্বাচনকালীন প্রশাসন ও রাজনৈতিক ঐকমত্যের প্রশ্নে এই আলোচনায় বড় অগ্রগতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে বৈঠকের বিষয়বস্তু এবং সিদ্ধান্ত সম্পর্কে এখনো কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে মুখ খুলেনি। আলোচনা শেষে বিবৃতি দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

তারেক রহমান ও ড. মুহাম্মদ ইউনূসের একান্ত বৈঠক চলছে লন্ডনে

আপডেট: ০৩:৫৩:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠনের গুঞ্জনের মাঝেই লন্ডনে অনুষ্ঠিত হচ্ছে গুরুত্বপূর্ণ এক রাজনৈতিক বৈঠক। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে একান্ত আলোচনা চলছে।

বাংলাদেশ সময় শুক্রবার (১৩ জুন) দুপুর ২টার দিকে লন্ডনের ডরচেস্টার হোটেলে এই বৈঠক শুরু হয়। এর কিছু সময় আগেই যুক্তরাজ্যের কিংস্টনের নিজ বাসা থেকে রওনা হন তারেক রহমান। দুপুর ১টার দিকে তিনি বাসা থেকে বের হন বলে বিএনপির মিডিয়া সেল নিশ্চিত করেছে।

হোটেলে পৌঁছালে তাকে স্বাগত জানান ড. ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম ও নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। এরপরই শুরু হয় এই বহুল প্রত্যাশিত ওয়ান টু ওয়ান বৈঠক।

বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসেন আলমগীর পাভেলের উদ্ধৃতি দিয়ে সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান জানান, “এই বৈঠকটি সম্পূর্ণ একান্ত। শুরুতে দুই ঘণ্টার বৈঠক নির্ধারিত হলেও উভয়পক্ষের সম্মতিতে আলোচনার পরিধি ও সময় বাড়তেও পারে।”

বৈঠকে তারেক রহমানের সঙ্গে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

শায়রুল কবির আরও বলেন, “ইতিবাচক দৃষ্টিভঙ্গি থেকেই এই বৈঠকে অংশ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে এই আলোচনা তাৎপর্যপূর্ণ বলে আমরা মনে করছি।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বৈঠক আগামী দিনের জাতীয় রাজনীতিতে বড় কোনো পরিবর্তনের বার্তা দিতে পারে। অন্তর্বর্তী সরকারের সম্ভাব্য রূপরেখা, নির্বাচনকালীন প্রশাসন ও রাজনৈতিক ঐকমত্যের প্রশ্নে এই আলোচনায় বড় অগ্রগতি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তবে বৈঠকের বিষয়বস্তু এবং সিদ্ধান্ত সম্পর্কে এখনো কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে মুখ খুলেনি। আলোচনা শেষে বিবৃতি দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে।