গুজরাটে ভয়াবহ দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই এয়ার ইন্ডিয়ার আরেক ফ্লাইটে বোমা হামলার হুমকি
- আপডেট: ০৩:২৪:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
- / ৭৭
ভারতের গুজরাটে ভয়াবহ বিমান দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই এয়ার ইন্ডিয়ার আরেকটি ফ্লাইটে বোমা হামলার হুমকিতে নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে। শুক্রবার (১৩ জুন) থাইল্যান্ডের ফুকেট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নয়াদিল্লির উদ্দেশে ছেড়ে যাওয়া এয়ার ইন্ডিয়ার এআই৩৭৯ ফ্লাইটে বোমা হামলার হুমকি আসায় মাঝ আকাশ থেকে বিমানটি ফিরে এসে জরুরি অবতরণ করে।
থাইল্যান্ডের স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে উড্ডয়ন করা বিমানটি আন্দামান সাগরের আকাশে থাকা অবস্থায় হুমকির বিষয়ে সতর্ক হয়ে ফের ফুকেট বিমানবন্দরে ফিরে আসে। নিরাপত্তার স্বার্থে বিমানবন্দরে জরুরি অবতরণ করার পর ১৫৬ যাত্রীকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।
থাইল্যান্ডের বিমানবন্দর কর্তৃপক্ষ ঘটনার সত্যতা নিশ্চিত করলেও বোমা হুমকির উৎস বা বিস্তারিত কিছু জানায়নি। এদিকে এয়ার ইন্ডিয়া এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।
এই ঘটনার মাত্র একদিন আগে, বৃহস্পতিবার (১২ জুন) ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে ঘটে ভয়াবহ একটি বিমান দুর্ঘটনা। লন্ডনের উদ্দেশ্যে রওনা হওয়া এয়ার ইন্ডিয়ার এআই১৭১ ফ্লাইটটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার মডেলের ছিল। উড্ডয়নের দুই মিনিট পরই এটি একটি মেডিকেল কলেজের ছাত্রাবাসের ওপর বিধ্বস্ত হয়। প্রাণ হারান অন্তত ১৯২ জন যাত্রী ও ক্রু সদস্য, আহত হন অনেকে। ঘটনাস্থলে আগুন ধরে গেলে উদ্ধারকাজে ব্যাপক বিঘ্ন ঘটে।
দুটি ঘটনার পরিপ্রেক্ষিতে যাত্রীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ভারতীয় বিমান চলাচল কর্তৃপক্ষ ও আন্তর্জাতিক বিমান সংস্থাগুলো এখন অতিরিক্ত সতর্কতা অবলম্বন করছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, প্রথম দুর্ঘটনার রেশ না কাটতেই এমন একটি হুমকি আসায় আন্তর্জাতিক পর্যায়ে ভারতীয় এয়ারলাইনের নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন উঠতে পারে।
এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে শিগগিরই একটি আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হবে বলে আশা করা হচ্ছে।