আহমেদাবাদে বিধ্বস্ত বিমান, অলৌকিকভাবে বেঁচে গেলেন এক যা
- আপডেট: ১০:৪৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫
- / ৭৪
ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে ২৪২ আরোহী নিয়ে বিধ্বস্ত হয়েছে লন্ডনগামী একটি এয়ার ইন্ডিয়ার ফ্লাইট। বৃহস্পতিবার সকালে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই দুর্ঘটনার কবলে পড়ে বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার মডেলের বিমানটি। দুর্ঘটনায় এখন পর্যন্ত ১০০ জনের বেশি যাত্রীর প্রাণহানির খবর নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।
তবে ভয়াবহ এই মর্মান্তিকতার মাঝেও এক অলৌকিক ঘটনা ঘটে। বিমানটির ১১এ আসনের যাত্রী বিশ্বকুমার রমেশ ভয়াবহ ধ্বংসযজ্ঞের মাঝেও প্রাণে বেঁচে যান। সাদা টি-শার্ট ও কালো ট্রাউজার্স পরিহিত বিশ্বকুমারের টি-শার্টে রক্তের দাগ স্পষ্ট দেখা গেছে। এনডিটিভি জানিয়েছে, ঘটনাস্থলে তাকে হাঁটতে দেখা গেছে এবং পরে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ কমিশনার জিএ মালিক সংবাদ সংস্থা এএনআই-কে জানান, বিধ্বস্ত হওয়া বিমানটি আহমেদাবাদ বিমানবন্দরের অদূরে একটি আবাসিক এলাকার ওপর পড়ে। স্থানটি মূলত চিকিৎসকদের হোস্টেল ছিল। আগুনে ঝলসে যাওয়া একশোরও বেশি মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানান, দুর্ঘটনাস্থলের ৭০ থেকে ৮০ শতাংশ এলাকা পরিষ্কার করা হয়েছে, বাকিটাও দ্রুত পরিষ্কার করার কাজ চলছে। ঘটনাস্থলে দেখা যায়, বিমানটির বিভিন্ন অংশ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে এবং লেজের অংশটি একটি ভবনের ছাদে আটকে আছে।
সূত্র অনুযায়ী, বিমানে ২১৭ জন প্রাপ্তবয়স্ক, ১১ শিশু এবং ২ নবজাতক ছিলেন। যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ এবং ১ জন কানাডীয় নাগরিক ছিলেন।
ফ্লাইটরাডার২৪-এর তথ্য মতে, বিমানটি ছিল অত্যাধুনিক বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার মডেলের। এটি এয়ার ইন্ডিয়ার অন্যতম নিয়মিত লন্ডনগামী ফ্লাইটগুলোর একটি ছিল এবং গ্যাটউইক বিমানবন্দরের দিকে যাচ্ছিল।
এটি ভারতের সাম্প্রতিক ইতিহাসে অন্যতম ভয়াবহ বিমান দুর্ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।