- আপডেট: ১১:৫১:০১ পূর্বাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫
- / ৪৪
ক্রীড়া প্রতিবেদন
ভুটানের বিপক্ষে ম্যাচে ঘরের মাঠে প্রথমবারের মতো বাংলাদেশ জাতীয় দলে অভিষিক্ত হন হামজা চৌধুরী। সে ম্যাচে দলের জয়ে সরাসরি অবদান না রাখলেও মাঠে ও মাঠের বাইরে দলের প্রতি বাংলাদেশের মানুষের আবেগ ও উন্মাদনা স্পর্শ করেছে এই লেস্টার সিটি মিডফিল্ডারকে।
তবে এবার তার সামনে আরও একটি বড় সুযোগ—প্রতিযোগিতামূলক ম্যাচে দেশের মাটিতে অভিষেক। প্রতিপক্ষ এবার সিঙ্গাপুর। ভারতের মাঠে ম্যাচ ড্র করার অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত হয়ে এবার ঢাকার ম্যাচেও জয়ের প্রত্যাশা তার কণ্ঠে।
এক সাক্ষাৎকারে হামজা বলেন,
🗣️ “আমরা খুব কনফিডেন্স পাইছি ভারত ম্যাচ থেকে। আমরা জানি আমরার বড় চান্স আছে। আমরা দেশের মাটিতে খেলতেছি। আমার টিমের খুব ইমপ্রুভ হইছে, সো বড় অপরচুনিটি আছে আমাদের সাকসেসফুল হওয়ার।”
ঢাকায় থাকার অভিজ্ঞতা নিয়ে তিনি বলেন,
🗣️ “আসলে বেশি বের হতে পারছি না, ট্রেনিং ক্যাম্প আছে, মিটিং আছে। ঈদের দিন, জুম্মাতেও গেছিলাম ফ্রাইডে-তে। ভালা হইছে, বাট আমি আসলে বেশি বাংলাদেশ দেখছি না।”
ভুটানের বিপক্ষে জয়ের পর এবার সিঙ্গাপুরের বিপক্ষে একটি বড় পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ দল। খেলোয়াড়দের আত্মবিশ্বাস আর বাড়তি প্রেরণা এবার হয়তো দলকে নিয়ে যেতে পারে নতুন উচ্চতায়।