পবিত্র হজ আজ – লাব্বাইক ধ্বনিতে মুখর আরাফাত ময়দান
- আপডেট: ০৮:১৯:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
- / ৫৮
আজ ৯ জিলহজ, পবিত্র হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন—আরাফাত দিবস। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করাই হজের মূল স্তম্ভ। বিশাল এই সমতল ময়দানে বিশ্বের নানা প্রান্ত থেকে আগত লাখো মুসল্লির কণ্ঠে আজ মুখরিত হবে—
“লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক…”
—এই মহান ধ্বনিতে।
আগের রাতেই মিনায় জড়ো হয়ে হজযাত্রীরা আজ সকালে রওয়ানা হয়েছেন আরাফাত অভিমুখে। মিনায় পাঁচ ওয়াক্ত নামাজ ও রাতযাপনের পর মুসল্লিরা পৌঁছেছেন জাবালে রহমতের পাদদেশে, যেখানে ১৪শ বছর আগে নবীজি (সা.) দিয়েছিলেন তার বিদায় হজের ঐতিহাসিক ভাষণ। এবার সেই খুতবা দেবেন মসজিদুল হারামের প্রবীণ ইমাম শায়খ সালেহ বিন আবদুল্লাহ হুমাইদ, যার অনুবাদ করা হবে বাংলা সহ ২০টি ভাষায়।
এবার হজে অংশ নিয়েছেন বাংলাদেশ থেকে ৮৫,১৬৪ জনসহ বিশ্বব্যাপী প্রায় ২০ লাখ মুসল্লি। সৌদি সরকার হজযাত্রীদের সুরক্ষা নিশ্চিতে মোতায়েন করেছে ৫০ হাজার স্বাস্থ্যকর্মী ও প্রশাসনিক কর্মী। প্রস্তুত রয়েছে ৭০০টির বেশি হাসপাতাল শয্যা, যাতে গরমজনিত অসুস্থতা থেকে দ্রুত চিকিৎসা নিশ্চিত করা যায়।
হজের এ মাহেন্দ্রক্ষণে মুসল্লিরা মগ্ন থাকবেন আত্মশুদ্ধি, মাগফিরাত ও রহমতের জন্য প্রার্থনায়। ইসলামি জীবনবোধের অন্যতম শ্রেষ্ঠ আয়োজনে আজ রচিত হবে ইতিহাসের আরেকটি পবিত্র অধ্যায়।