১২:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ জুন ২০২৫

ঈদুল আজহার ১০ দিন ছুটিতে যে এলাকায় ৩ দিন খোলা থাকবে ব্যাংক

নিউজ ডেস্ক
  • আপডেট: ০৫:৫৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫
  • / ১২৯

ব্যাংক

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার ঘোষিত ১০ দিনের ছুটির মধ্যে পোশাকশিল্প এলাকায় তিনদিন সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই সিদ্ধান্তের উদ্দেশ্য হলো—শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ এবং রপ্তানি বিলের লেনদেন নির্বিঘ্ন রাখা।

রোববার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ৫, ১১ ও ১২ জুন—এই তিনদিন ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম এলাকার পোশাকশিল্প সংশ্লিষ্ট বাণিজ্যিক ব্যাংকের নির্দিষ্ট শাখাগুলো খোলা থাকবে।

🔹 লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত।  ব্যাংক খোলা থাকবে বিকেল ৪টা পর্যন্ত

বিশেষত ৫ জুন (বৃহস্পতিবার) দিনটি মূলত বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের জন্য গুরুত্বপূর্ণ। আর ১১ ও ১২ জুন (বুধবার ও বৃহস্পতিবার) দিনগুলোতে ওষুধ শিল্প খাতসহ আমদানি ও রপ্তানিমুখী গুরুত্বপূর্ণ লেনদেন সুষ্ঠুভাবে সম্পন্ন করার উদ্দেশ্যে নির্দিষ্ট অথরাইজড ডিলার (এডি) শাখাগুলো খোলা রাখা হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এ সময়ে দায়িত্ব পালনকারী কর্মকর্তা ও কর্মচারীরা বিধি মোতাবেক ভাতাদি প্রাপ্য হবেন

এ নির্দেশনা ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে জারি করা হয়েছে বলে উল্লেখ করা হয়।

Please Share This Post in Your Social Media

ঈদুল আজহার ১০ দিন ছুটিতে যে এলাকায় ৩ দিন খোলা থাকবে ব্যাংক

আপডেট: ০৫:৫৪:৫৯ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকার ঘোষিত ১০ দিনের ছুটির মধ্যে পোশাকশিল্প এলাকায় তিনদিন সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই সিদ্ধান্তের উদ্দেশ্য হলো—শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ এবং রপ্তানি বিলের লেনদেন নির্বিঘ্ন রাখা।

রোববার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ৫, ১১ ও ১২ জুন—এই তিনদিন ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম এলাকার পোশাকশিল্প সংশ্লিষ্ট বাণিজ্যিক ব্যাংকের নির্দিষ্ট শাখাগুলো খোলা থাকবে।

🔹 লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত।  ব্যাংক খোলা থাকবে বিকেল ৪টা পর্যন্ত

বিশেষত ৫ জুন (বৃহস্পতিবার) দিনটি মূলত বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের জন্য গুরুত্বপূর্ণ। আর ১১ ও ১২ জুন (বুধবার ও বৃহস্পতিবার) দিনগুলোতে ওষুধ শিল্প খাতসহ আমদানি ও রপ্তানিমুখী গুরুত্বপূর্ণ লেনদেন সুষ্ঠুভাবে সম্পন্ন করার উদ্দেশ্যে নির্দিষ্ট অথরাইজড ডিলার (এডি) শাখাগুলো খোলা রাখা হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এ সময়ে দায়িত্ব পালনকারী কর্মকর্তা ও কর্মচারীরা বিধি মোতাবেক ভাতাদি প্রাপ্য হবেন

এ নির্দেশনা ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জনস্বার্থে জারি করা হয়েছে বলে উল্লেখ করা হয়।